বিদ্রোহী রণক্লান্তঃ প্রয়াণ দিবসে ফিরে দেখা কবি সুকান্তকে

banner

#Pravati Sangbad Digital Desk:

 "যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে,তার মুখে খবর পেলুম
সে পেয়েছে ছাড়পত্র এক"।
হ্যাঁ সত্যি সে পেয়েছিল ছাড়পত্র ,করতে চেয়েছিল এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য।কিন্তু স্বল্প-জীবনকালের অভিশাপ তাঁকে কেড়ে নিল এই পৃথিবীর বুক থেকে। আজ,১৩-ই মে 'কিশোর কবি' সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। কাজী নজরুল ইসলাম এর কবিতা গুলিতে যেমন প্রকাশ পেয়েছিল বিদ্রোহ,হার না মানা অদম্য জেদ তার ছায়া পড়েছিল সুকান্তের কবিতা গুলিতেও,সেই কারণেই হয়ত তাকে অভিহিত করা হয় 'তরুণ প্রজন্মের নজরুল' হিসেবেও । প্রধানত,ব্রিটিশ রাজ এবং সমাজের তথাকথিত উচ্চস্তরের শোষক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল তার কলম। "কলম শানানো তরবারি শানানোর  চেয়েও প্রভাবশালী" এই প্রবাদ বা শব্দবন্ধনী  বোধহয় 'কিশোর কবি'র ক্ষেত্রেই প্রযোজ্য। এক শোষণ -মুক্ত,নিপীড়ন-হীন ইউটোপিয়ার বা কাল্পনিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তিনি।

মার্ক্সবাদে বিশ্বাসী এই বিদ্রোহী ,অস্ত্রের মতই তার কলম চালনা করেছেন সর্বসাধারণের জন্য,সর্বহারাদের পক্ষে এবং তাদের অস্তিত্ব রক্ষার লড়াইকে প্রাধান্য দেওয়ার জন্য। জন্মভূমির প্রতি বিস্ময়- বালকের ছিল অমোঘ টান,যা ফুটে উঠেছে 'দুর্মর' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতার উদ্ধৃত পঙক্তিটি তে
"সাবাস বাংলাদেশ!
এই পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পূড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়"
উক্ত কবিতাটি এবং আরও অনেক রচনার পটভূমিকা হিসাবে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৩ এর মন্বন্তর ,ফ্যাসিস্ট আগ্রাসনবাদ এবং সাম্প্রদায়িক অসন্তোষ তাঁর লেখনী কে দিয়েছে ক্ষোভে গর্জে ওঠার শক্তি। আর একটি কবিতার ঊল্লেখ করা যেতে পারে
"আমরা সবাই ভারতবাসী,
আমরা শ্রেষ্ঠ পৃথিবীর;
আমরা হব মুক্তিদাতা
আমরা হব বীর" 
লাইনগুলি 'ভবিষ্যতে' কবিতার  অন্তর্গত যার  রচনাকাল ১৯৪০ এর আগে,সুতরাং এক কিশোরের স্বদেশ চেতনা পর্যবেক্ষণীয় এবং বর্তমান প্রজন্মের কাছে  অনুপ্রেরণার সমার্থক হওয়া উচিৎ। তাঁর প্রসিদ্ধ কাব্যগ্রন্থগুলি হল "ছাড়পত্র"," চারাগাছ","সিঁড়ি" প্রমুখ।  রোমান্টিসিজম আর বিপ্লববাদের সমতা বিধান করেছেন তিনি 'রবীন্দ্রনাথের প্রতি'  কবিতায়। যে অগ্নিশিখার জন্ম তাৎপর্যপূর্ণভাবে হয়েছিল ১৫-ই আগস্ট ১৯২৬ সালে কালীঘাটে মহিম হালদার স্ট্রীটে, সেই একবিংশবর্ষব্যাপী দাবানল চিরতরে নিভে যায়, ১৯৪৭ সালের আজকের দিনে, অর্থাৎ ১৩-ই  মে।হে কবি ! আজো "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়",এখনও " শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস"।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchismita Dasgupta