Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

স্পুটনিক ভি -এর অনুমোদনের অপেক্ষায় রাশিয়া

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

২০২০ এর শুরুর ঠিক, চারিদিকে হঠাৎ এক অজানা অচেনা মারণ জ্বরের আবির্ভাব হল, পরবর্তী সময়ে সেই মারণ জ্বরই বিশ্বের কাছে কোভিড১৯ বা করোনা মহামারি বলে পরিচিত। এই মহামারীর প্রকোপে দীর্ঘ দুই বছর মানুষ স্বাভাবিক জন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গোটা বিশ্বের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, সরকারি বেসরকারি অফিস, আদালত সবই প্রায় বন্ধ হয়ে পড়েছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি আগের থেকে অনেকখানি ভালো। বিশ্ব আস্তে আস্তে ফিরতে শুরু করেছে তার চেনা ছন্দে, তার কারণ হিসাবে বলতে গেলে প্রথমেই বলতে হয় গোটা বিশ্বের বিজ্ঞানীদের পরিশ্রম। তবে এখনও পর্যন্ত গোটা বিশ্ব করোনা মুক্ত হয়নি, হয়তো খুব দ্রুত তা সম্ভবও হবে। বিশ্বে করোনার টীকার নাম বলতে গেলে প্রথমেই আসে স্পুটনিক ভি, কোভিশিল্ড, কোভ্যাক্সিনের মতো টীকা গুলি, যদিও এই টিকাগুলি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর পর্যবেক্ষণ রয়েছে।
এদিন স্পুটনিক ভি নির্মাতা দেশ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, স্পুটনিক ভি এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করছে। বিশ্ব স্বাথ্য সংস্থা এখনও পর্যন্ত যে কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে তার মধ্যে অন্যতম স্পুটনিক ভি। বর্তমান করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত, যার জেরে গোটা বিশ্বের আর্থিক ক্ষতি হয়েছে। অন্যদিকে আগামীকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়া সফরে যাবে, জানা গিয়েছে মস্কোতে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস বন্ধ করার প্রস্তাব জানাবে তারা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News