Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

গরমের দাপট কাটতেই শুরু পঠন পাঠন

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত সপ্তাহের শুরুর দিকে রাজ্যে বেশ ভালোই দাব দাহ চলছিলো,যার জেরে তড়িঘড়ি গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য সরকার। সাধারণত গরমের ছুটি পড়ার কথা ছিল ২২শে মে থেকে, কিন্তু তীব্র গরমের হাত থেকে ছাত্র ছাত্রীদের রেহায় দিতে ২-রা মে থেকেই গরমের ছুটি ঘোষণা করেছিলো রাজ্য সরকার। তীব্র গরমের জেরে মৃত্যুও হয় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর,তার পরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার।
কিন্তু গরমের ছুটি পড়ার পর থেকেই রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে শুরু করে,রাজ্যে দেখা মেলে কালবৈশাখীর,যার জেরে পরিস্থিতি অনেকটাই ঠাণ্ডা হয়ে আসে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ উত্তর -পশ্চিম ভারতের কোন রাজ্যেই আর তাপ-প্রবাহের সম্ভাবনা নেই। তারপরেই বর্তমানে অশনি এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবনের দেওয়া তথ্য প্রকাশের পরেই  ইউনিভার্সিটিগুলি একে একে তাদের স্বাভাবিক পঠন- পাঠন শুরু করে দেয়,অন্য দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটি কোন ভাবেই মঞ্জুর করেনি।

আর এবার পরিস্থিতির দিকে তাকিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে খুলে গেলো কলেজ। জানা গিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলি খুলে গিয়েছে, প্রথম দিনেই কলেজে পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন, “ সাধারণত ইউনিভার্সিটি খোলা বা বন্ধ রাখার ক্ষেত্রে তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে বিগত কিছু দিন গরমের জন্য বন্ধ রাখা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান,কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়ার। কলেজের অধ্যক্ষরাও প্রতিষ্ঠান খোলার বিষয়ে সম্মতি দিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News