Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ESIC তে চাকরির নতুন সুযোগ, দিতে হবে না কোন রকম লিখিত পরীক্ষা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Deck:

কেন্দ্রীয় সরকারের সংস্থা এমপ্লয়িস ষ্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন তরফ থেকে চাকরির এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ESIC এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, ESIC মেডিক্যাল কলেজ এবং ESIC ডেন্টাল কলেজে এসোসিয়েট প্রোফেসর নিয়োগ করা হবে, আবেদনকারীদের বয়সসীমা ৫০ বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মেডিক্যাল কলেজে শুন্য পদ্গুলি হল যথাক্রমে আনেস্থেটিক, বায় কেমিস্ট্রি, ব্লাড ব্যাঙ্ক, এমারজেন্সি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন, জেনারেল মেডিসিন, অর্থপেডিক, জেনারেল সার্জারি, রেডিও ডাইগ্নসিস প্রভৃতি। এছাড়া ESIC ডেন্টাল কলেজের শুন্য পদগুলি হল আনেস্থেটিক, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, ওরাল সার্জারি, ওরাল মেডিসিন প্রভৃতি। মেডিক্যাল কলেজে শুন্যপদের সংখ্যা হল ১০৩টি এবং ডেন্টাল কলেজে শুন্য পদের সংখ্যা হল ১১৫টি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজের শুন্য পদগুলির জন্য নুন্যতম যোগ্যতা যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং ডেন্টাল কলেজের শুন্য পদ গুলিতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট পদগুলির জন্য স্নাতকোত্তর পাশ আবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মেডিক্যাল কলেজের প্রোফেসর এবং ডেন্টাল কলেজের প্রোফেসর পদে যারা নিযুক্ত হবেন তাদের নুন্যতম বেতন হবে ১৫৬০০ টাকা থেকে ৩৯১০০ টাকা। এর পাশাপাশি আবেদন করতে যারা ইচ্ছুক তাদের জন্য রয়েছে আরও একটি সুখবর, নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধু মাত্র ইন্টার্ভিউ এর মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবে কেন্দ্রীয় সংস্থাটি। আবেদন করার পদ্ধতিও একটু অন্য রকম, আবেদন করার জন্য এমপ্লয়িস ষ্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপ্লিকেশন ফ্রমটি বের করতে হবে, এবং নির্দিষ্ট ঠিকানাই ১১/০৫/২০২২ এর মধ্যে পাঠাতে হবে।
মেডিক্যাল কলেজের পদ গুলিতে আবেদন করার জন্য The Regional Director, ESI Corporation, Panchdeep Bhawan, Sector-16, N.I.T., Faridabad-121002, Haryana এই ঠিকানাই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এবং ডেন্টাল কলেজের শুন্য পদ গুলির আবেদন করার জন্য The Regional Director, ESI Corporation, DDA Complex Cum Office, 3rd and 4th Floor Rajendra Place, Rajendra Bhawan, New Delhi-110008 এই ঠিকানাই আবেদন পত্রটি পাঠাতে হবে। বিস্তারিত জানতে www.esic.nic.in এই ওয়েব সাইটে ক্লিক করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News