#Pravati Sangbad Digital Desk:
গরমে প্রচণ্ড দাবদাহে জ্বলছিল গোটা রাজ্য। গরমের প্রকোপে নাজেহাল হয়ে উঠছিল রাজ্যবাসী সাথে ডিহাইড্রেশন সানস্ট্রোক এইসব তো লেগেই ছিল। তবে বেশ কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। বিগত তিন চারদিন ধরে কালবৈশাখীর অল্পস্বল্প দাপট চলেছে। এইবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরো শক্তিশালী হয়ে উঠছে এবং নিম্নচাপ আকারে পরিণত হচ্ছে। শুক্রবার করে এটি নিম্নচাপের আকার নিয়ে শক্তিশালী হয়ে উত্তর- পশ্চিম দিকে আসবে বলে ধারণা। আস্তে আস্তে এটি রবিবার ও সোমবার এ যথাক্রমে আরো অনেক বেশি গভীর আকার ধারণ করবে। তবে এটি গভীর আকার ধারণ করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা বোঝা যাবে ৮ তারিখের পর। বর্তমানে এটির সম্ভাব্য অভিমুখ রয়েছে উড়িষ্যা এবং বাংলার উপকূলের দিকে। আলিপুর হাওয়া অফিস এবং মৌসম ভবন এটির ওপর পর্যবেক্ষণ চালাচ্ছে। এটি ধীরে ধীরে আন্দামান শহরের উপরে ঘনীভূত হয়ে শক্তির যোগান করছে বলে ধারণা। আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওই জায়গার সমস্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এই কদিন নিম্নচাপের জেরে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান উপকূল অঞ্চলে।
বিগত বেশ কয়েক দিনের পর বৃহস্পতিবারও প্রায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে অল্প থেকে মাঝারি। স্বস্তি মিলছেনা গরম থেকে ,থাকবে অস্বস্তিকর আবহাওয়া সাথে গুমোট গরম। এই কদিন তাইনা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কমে বলেই ধারণা। উত্তরবঙ্গেও এই কদিন ধরে টানা নিম্নচাপ চলেছে তবে এইবার বৃষ্টি কমার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা এবং শহরতলিতে মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির জেরে প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল মঙ্গলবার। বুধবার আবার সেটি বেড়ে যায়।