Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, এক লাফে বাড়লো ২৫% সংক্রমণ

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ওমিক্রণ আক্রমণের পর কমতে শুরু করেছিল করোনার দৈনিক সংক্রমণের হার। বিধি নিষেধ শিথিল করা হয়েছিল। আবার আগের মতোই স্বাভাবিক জনজীবন শুরু হয়েছিল। কিন্তু ফের মাথাচাড়া দিচ্ছে নতুন সংক্রমণ। তবে কি এবার চতুর্থ ঢেউ দোরগোড়ায়! করোনার দৈনিক সংক্রমণ প্রশাসন চিন্তিত।  বুস্টার ডোজ বৃদ্ধির কথা ভাবছে সরকার। গত ২৪ ঘন্টায় বেড়েছে প্রায় ৩২০৫ করোনা রোগীর সংখ্যা। তার আগেরদিন করোনা রোগীর সংখ্যা ছিল ২৬৬৪। বুধবারের রিপোর্ট অনুযায়ী প্রায় ২৫ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। একদিকে মৃত্যু হয়েছে ৩১ জনের বর্তমানে প্রায় কুড়ি হাজার ছুঁয়েছে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ২৮০২ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেক কম ছিল এখন ধীরে ধীরে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। বিধিনিষেধের ওপর আরো বেশি করে জোর দিচ্ছে। মাস্ক পরা আগের মতনই আরো অনেক বেশি করে বাধ্যতামূলক করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকতে বলা হচ্ছে।

ভারতে করোনার মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৯৫০৯ হয়েছে গতকাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রিপোর্ট অনুযায়ী। ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫২৩৯২০। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কথা অনুযায়ী ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। যার ফলে করোনার চতুর্থ ঢেউ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল জানিয়েছে সাধারণ মানুষের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার তাগিদ কমেছে। শিশুদের জন্য তিন তিনটে বেরোলেও কারো মধ্যেই সেটি নেওয়ার প্রবণতা নেই। সংক্রমণ বাইরে শিশুদের টিকা নেওয়া আবশ্যক হয়ে দাঁড়াবে এবং বড়দের বুস্টার  ডোজ। তবে টেস্টের সংখ্যাও আরো বাড়াতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি
Related News