Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

স্কুলে গরমের ছুটি কমানোর জন্য পথে স্কুল শিক্ষক

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

সরকারি নির্দেশে ছুটি পড়ে গিয়েছিল ২ মে থেকে। বেসরকারি স্কুলগুলিও অনেকাংশে গরমের ছুটি ঘোষণা করেছিল। তবে চলতি সপ্তাহে বেশ কয়েকদিন হয়েছে বৃষ্টি তার জেরে কমে গেছে গরম। কিছু স্কুল গত সপ্তাহের গরমের জেরে বন্ধ করে দিয়েছিল স্কুল। ক্লাস হচ্ছিলো অনলাইনে। কিন্তু আবহাওয়া ভালো হওয়ায় তারা ফের ফিরে গেছে অফলাইন ক্লাসে। যদিও সরকারি সিদ্ধান্তের এখনো কোনো পরিবর্তন হয়নি। ফলে অধিকাংশ সরকারি স্কুল বন্ধ আছে।
দ্রুত খোলা হোক স্কুল এমনই দাবিতে এ দিন অবস্থান-বিক্ষোভে শামিল হন বেশ কয়েকটি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। শিক্ষকদের বুকে ঝোলানো ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, 'আর ছুটি নয়। এ বার পড়াতে চাই।' কেউ আবার ,'করোনার জন্য দু'বছর ছুটির পরে ফের ৪৫ দিনের ছুটি পড়ুয়াদের পাঠাভ্যাস নষ্ট করবে' লেখা প্ল্যাকার্ড। এ দিন কলেজ স্কোয়ারে 'বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির' তরফে এই ধর্না-অবস্থান চলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অংশ নেন প্রায় শ'দেড়েক শিক্ষক-শিক্ষিকা।
এই ছুটি নিয়ে সরকারি স্কুলে পড়ুয়াদের অভিভাবকেরা বলেন, বেসরকারি স্কুল গুলি খুলে গেছে। তাঁরা অফলাইনে কাজ করছে। অথচ সরকারি স্কুল পড়ুয়ারা বাড়িতে বসে আছে। এই ধরণের বৈষম্য পড়ুয়াদের অনেক পিছিয়ে দেবে বলে মত অভিভাবকদের একাংশের। আবহাওয়ার উন্নতি হওয়া সত্ত্বেও সরকারি সিদ্ধান্তের অবশ্য কোনও পরিবর্তন হয়নি। ফলে সরকারি স্কুল বন্ধই রয়েছে। অন্যদিকে অফলাইন বনাম অনলাইন ক্লাস নিয়ে শিক্ষকমহলে বহুদিন আগে থেকেই দ্বিমত তৈরি হয়েছে। অধিকাংশের বক্তব্য দীর্ঘ দুই বছর পর স্কুলে ফিরেছে পড়ুয়ারা। এর মধ্যে আবার স্কুল বন্ধ হলে পড়াশোনার স্বাভাবিক ছন্দ নষ্ট হবে। বিশেষ করে গ্রামের দিকের ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি ঝোঁক বরাবরই কম। তাই এই লম্বা ছুটিতে পড়াশোনার প্রতি তাদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। বেশকিছু স্কুলের প্রধান শিক্ষকদের মতে, 'আবহাওয়ার উন্নতি হওয়ায় যদি চলতি সপ্তাহটাও স্কুল খোলা রাখা যেত, তা হলে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হত।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News