Flash News
Monday, September 22, 2025

অবশেষে স্বস্তি দেশে কমল দৈনিক সংক্রমণ

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

করোনার গ্রাফ বাড়তেই সবার মনেই এখন একটাই প্রশ্ন দেশে কি করোনার চতুর্থ ঢেউ আসন্ন? তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান একটু স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় খানিকটা নামল করোনার গ্রাফ। কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। ৩০০০-এর নীচে নামল দৈনিক আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৫৬৮ জন। এরফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯১৩ জন।
পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে সুস্থও হয়ে উঠেছেন অনেকে। সেই সংখ্যাটা ২,৯০০ জন। এরফলে দেশে মোট ৪ কোটি ২৫ লাখ ২১ হাজার ৮৮৭ জন মানুষ করোনার প্রকোপ থেকে সেরে উঠেছেন। জয় করেছেন কোভিড যুদ্ধ। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ফের করোনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২০ জন। যার ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে এই মুহূর্তের করোনায় দৈনিক আক্রান্তের হার ১.০৭ শতাংশ। আর সাপ্তাহিক আক্রান্তের হার ০.৭০ শতাংশ। প্রসঙ্গত, দেশে করোনার চতুর্থ ঢেউ আশঙ্কার মাঝেই সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, কোভিড টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না। আইসিএমআর-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, করোনা সংক্রমণ বাড়লেও, এতে ভয়ের বা উদ্বেগের কোনও কারণ নেই। পাশাপাশি কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও আপাতত নেই বলেই জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, দেশে করোনার চতুর্থ ঢেউ আশঙ্কার মাঝেই সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, কোভিড টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি রাজ্য
Related News