Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এবার নিরাপত্তা প্যাচ পেতে চলেছে স্যামসাং গ্যলাক্সির মে ২০২২এর F12 সিরিজ

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital:

প্রথম ও সেরা স্মার্টফোন হিসেবে স্যামসাংয়ের পরিচিতি বহু আগে থেকেই। এবার সেই সর্বপ্রথম স্যামসাং ব্র্যান্ড আনতে চলেছে নিরাপত্তা প্যাচ। সেরা সিকিউরিটি প্যাচ হিসেবে স্যামসাং এটি বাজারে রিলিজ করছে। গ্যালাক্সি S22 লাইন আপের জন্য মে মাসের F12 সিরিজে চালু করা হচ্ছে এই বিশেষ সফ্টওয়্যার। এই নিরাপত্তা প্যাচ F12 মে অ্যান্ড্রয়েড সিরিজের একদম নতুন আপডেটেড সফটওয়্যার। এটির দ্বারা সুবিধা পাবে গ্রাহকেরা। সিকিউরিটি প্যাচটি দক্ষিণ কোরিয়ার থেকে প্রাপ্ত সর্বশেষ অ্যান্ড্রয়েডের নিরাপত্তা প্যাচ। ইতালিতে ইতিমধ্যে S21, S21+ এবং S21 আলট্রা এই  সিকিউরিটি প্যাচটি আপডেটেড। যারা ইতালিতে এখনো এটি পায়নি তারা সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট এর মাধ্যমে এটি করতে পারেন। আস্তে আস্তে এইটি ইউরোপের সমস্ত দেশের মধ্যে প্রসারিত হবে এবং উপভোগ করবেন গ্রাহকেরা। এবার আস্তে আস্তে বাকি দেশীয় বাজার গুলো প্রসারিত করবে। অন্য ফোনে বিশেষ উন্নত নতুন সফ্টওয়্যারটি না থাকায় এবং স্যামসাং সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড হিসাবে প্রথম বাজারে নিয়ে আসায় ভালোই ভূমিকা পালন করবে বলে ধারনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি লাইফস্টাইল
Related News