অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনা রূপোর দামে পতন, মুখে হাসি বাঙ্গালির মুখে

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ বাঙ্গালির অক্ষয় তৃতীয়া সেই সাথে পবিত্র ঈদ, তাই বাজারে বিকি কিনির পসার বেশ জমেই উঠেছে। সাধারণত পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং দিওয়ালী বা ধন্তেরাসে বাঙ্গালির গহনা কেনার হিরিক থাকে চোখে পড়ার মতো, যদিও ধন্তেরাস বা দিওয়ালির সাথে বাঙ্গালির কোন যোগসূত্র না থাকলেও বাঙালি চিরকালই সব উৎসব অনুষ্ঠানকে আপন করে নিয়েছে, তাই বাদ পরে না ধন্তেরাসও।
বাঙালি প্রথা অনুযায়ী যে কোন শুভ তিথিতে যে কোন ধরনের ধাতব অলংকার কেনা গৃহস্তের বাড়ির জন্য শুভ বলে মনে করা হয়, তাই প্রতি বছরই বাংলা বছর শুরুর পরেই এই বিশেষ তিথিতে গহনার দোকানে মানুষের আনাগোনা থাকে চোখে পড়ার মতো, সেই রীতিতে ছেদ পরেনি এই বছরও, বরং গত দুই বছর করোনা মহামারীর কারণে সব উৎসব অনুষ্ঠানে মন ভারাক্রান্ত থাকলেও এই বছর মানুষ তা মানতে নারাজ, তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে মানুষ পৌঁছে গিয়েছে গহনার দোকানে। প্রতি বছর মানুষের চাহিদার সাথে সাথে সোনা রূপোর দাম বৃদ্ধি পেলেও এই বছর সনা রূপোর দাম নিম্নমুখী, যা দেখে আমজনতার মুখে হাসি। 

আজ একসাথে সোনা রূপোর দামে পতন ঘটেছে অনেকখানি, সোনার দাম ২.১৩ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে সোনার দাম হয়েছে যথাক্রমে পঞ্চাশ হাজার টাকার সামান্য কিছু বেশি, এবং রূপোর দাম ২.১৪ শতাংশ কমে প্রতি কেজিতে হয়েছে প্রায় ৬৩ হাজার টাকার কাছাকাছি। যদিও অক্ষয় তৃতীয়া উপলক্ষে আইবিজেএ মাধ্যমে সোনা রূপোর বর্তমান দাম প্রকাশ করা যায়নি, তাই গতকালের দাম সেখানে এখনও দেখা যাচ্ছে। ভারতীয় বাজার অনুযায়ী চলতি বছর ২৮শে ফেব্রুয়ারি সোনার দাম কমে হয়েছিল ৫০,৬৯৬ টাকা, তার পর থেকে ক্রমগত বৃদ্ধি পেয়েছে সোনার দাম, আর তারপর আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আবারও পতন ঘটেছে সোনার দামে। আইবিজেএ এর ওয়েবসাইটে সোনা রূপোর বর্তমান দাম না থাকার কারণে চালু করা হয়েছে একটি নাম্বার, তা হল- ৮৯৫৫৬৬৪৪৩৩ যাতে মিসড কল দিলেই ফোনে সোনা রূপোর দামের তালিকা মুহুরতের মধ্যে চলে আসবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty