রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূর্তিতে উৎসবে মাতলো বেলুড় মঠ

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ ১ লা মে। বিশ্ব শ্রমদিবস হিসাবে পালিত এই দিনটির অন্য বৈশিষ্ট হলো আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে আজকের দিনে উত্তর কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে বসে শ্রীরামকৃষ্ণের ভাবধারা নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তী সময়ে তা রামকৃষ্ণ মঠ ও মিশন হিসাবে পরিণতি পায়। তাই প্রতি বছর এই দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। ১ লা মে ১৮৯৭ থেকে ১ লা মে ২০২২ কেটে গেছে ১২৫ টি বছর। ভারতের ইতিহাসে যে গৌরবময় অধ্যায় স্বামীজী শুরু করেছিলেন সেটি এখুনও চলমান। ভারতের ঐতিহ্য, সোনাস্কৃতি, শিল্পকলা বহন করে নিয়ে চলেছে স্বামীজীর রামকৃষ্ণ মিশন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থাপত রয়েছে। মোট ২৪ টি দেশে ২৫৬ টি শাখা রয়েছে। রয়েছে ১১৯ টি মঠ, ১৩৭ টি মিশন। এছাড়া বিশ্ববিদ্যালয় সহ স্কুল রয়েছে ১৪০ টি।
রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ। তাই এই দিন জন্ম দিবস উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বেলুড় মঠকে। আয়োজন করা হয়েছে ভক্তিমূলক গান, শাস্ত্রীয় সঙ্গীত সহ নানান অনুষ্ঠানের। এদিন সকাল নয় টায় মঠ প্রাঙ্গনে বৈদিক মন্ত্রচরণ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যাক্ষ স্বামী স্মরনানন্দজি মহারাজ। এরপর মঠ ও মিশনের ইতিহাস নিয়ে বক্তৃতা দেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দজি মহারাজ।
১২৫ তম বর্ষপূর্তিতে উৎসব আগামী একবছর বিশ্বের সর্বত্র পালন করা হবে বলেও মঠ সূত্রে জানানো হয়েছে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হবে অনুষ্ঠান মঞ্চ থেকে যা শুরু হবে বিকাল ৪ তে থেকে। গ্রন্থটি প্রকাশ করবেন অধ্যাক্ষ স্বামী স্মরনানন্দজী মহারাজ।
বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্তদের ভিড়ও লক্ষ করা গেলো এদিন। এছাড়া নদিয়ার নবদীপে রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্ষপূর্তি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় উপস্থিত ছিল রামকৃষ্ণ মিশনের পড়ুয়া সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, স্বচ্ছাসেবী সংঘঠনের সদস্য সহ নবদীপ বাসীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজী কে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, " রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সমস্ত সন্ন্যাসী, ভক্ত ও মিশনের সকল ছাত্র - ছাত্রীদের প্রতি আমার শুভেচ্ছা। ঠাকুর, মা ও স্বামীজী যেন আমাদের সকলকে অনুপ্রাণিত করেন। "

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Tags: