Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সোনিয়ার বাড়িতে সিনিয়র কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক পিকের

banner

journalist Name : Srijita Mallick

#Pravati Sangbad Digital desk:

লক্ষ্য ২০২৪। তার আগেই রয়েছে গুজরাত নির্বাচন। পাঁচ রাজ্যের ভোটের ফল দেখে শিক্ষা হয়েছে কংগ্রেসের। দুই রাজ্যের উপনির্বাচনে মানুষ ভরসা রেখেছে। এবার সেই ভরসা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। প্রশান্ত কিশোরকে দলে আনতে একের পর এক বৈঠক করে চলেছে হাত শিবির।২০শে এপ্রিল  কংগ্রেসের সিনিয়র নেতারা বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে।টানা পাঁচ ঘন্টা এই বৈঠক চলে ১০নম্বর জনপথে। পিকে-র সঙ্গে ওই বৈঠকে ছিলেন কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। 

জানা গিয়েছে, দলের ইমেজ ধরে রেখে রাজনৈতিক বার্তা দেওয়া থেকে শুরু করে কৌশল করে জোট সঙ্গী নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়াও যে রাজ্যগুলিতে কংগ্রেস শক্তিশালী সেখানে বিজেপির বিরুদ্ধে বিভাজন তৈরি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।তবে একটা তাত্‍পর্যপূর্ণ বিষয় হল, কিছুদিন আগে প্রশান্ত কিশোর নিজে কংগ্রেস নেতৃত্বকে  নিয়ে মন্তব্য করেছিলেন। কড়া ভাষায় কংগ্রেসের সমালোচনাও করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তার পরে আবার তাদের একসঙ্গে বৈঠক করার খবর রাজনৈতিক কৌতূহল বাড়াচ্ছে বৈ কমাচ্ছে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News