#Pravati Sangbad Digital Desk:
করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা, ভয় শেষ না হতেই চতুর্থ ওয়েভ বা চতুর্থ ঢেউয়ের কথা উঠছে। গত কয়েক মাসে গোটা দেশে করোনা উদ্বেগ অনেকটা কমলেও মার্চের মাঝামাঝি থেকে ফের বাড়ছে চিন্তা। প্রতিদিন একটু একটু করে আক্রান্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছিলো সক্রিয় রোগীর সংখ্যাও। পাশাপাশি নিম্নমুখী ছিলো পজিটিভিটি রেটও। লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোরের মধ্যে দিয়ে আবার ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছিলো ভারত। বর্তমানে দেশের করোনা পরিসংখ্যান যেন হঠাত্ই চিন্তার কারণ হয়ে দাঁড়াল বিশেষজ্ঞদের কাছে। দিল্লিতে হু হু করে বাড়ছে সংক্রমণ। শনিবারই সেখানে সংক্রমণ বেড়েছে প্রায় ২৬ শতাংশ। এরফলে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত সংখ্যা ও বেড়ে চলেছে। এরফলে ভারতে করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা!! ভারতের অন্যতম প্রিমিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন অধ্যাপক এই নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণা অনুযায়ী, করোনার চতুর্থ ঢেউ শুরু হবে জুনের শেষ দিকে।
চিকিত্সকরা জানাচ্ছেন, এক্স-ই হাইব্রিড স্ট্রেনের সঙ্গে এক্স-ই উপপ্রজাতির মধ্যে ফারাক রয়েছে। তবে স্বস্তির বিষয় হল, দেশের এক্স-ই প্রজাতির দাপট শুরু হয়নি। কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়া উদ্বেগে সকলে। শুধুমাত্র ভারত নয় বর্তমানে চিন, ফ্রান্স, ইতালি সহ একাধিক দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। বিএ.2 ওমিক্রনের জেরেই নতুন করে করোনার বাড়বাড়ন্ত বলে মনে করা হচ্ছে। নতুন এই প্রজাতির করোনাভাইরাস আরটি-পিসিআর টেস্টেও সঠিকভাবে ধরা পড়বে না বলে জানাচ্ছেন গবেষকরা।