Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কীভাবে হতে পারবেন আইএএস আফিসার? তা নিয়ে জানুন বিস্তারিত

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

প্রতিবছর লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পরীক্ষায় বসে আইএএস হওয়ার জন্য। এই চাকরিটি সবথেকে সন্মানজনক চাকরি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মধ্যে। তবে এ পরীক্ষার সময় উত্তীর্ণ হতে পারে এমন কিন্তু নয়। শুধুমাত্র যারা খুব পরিশ্রম করে এবং গভীরভাবে অধ্যাবসায় করে, তারাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।
আইএএস-এর পরীক্ষা বেশ কঠিন হয়। আইএএস নিয়োগ করা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিশন বা ইউ পি এসসি বোর্ডের একটি সংগঠিত পরীক্ষ্যার মাধ্যমে। সেই জন্য বেশিরভাগ মেধাবী ছাত্র ছাত্রীরাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তবে এমনটা কিন্তু নয় যে শুধুমাত্র মেধাবী ছাত্র ছাত্রীরাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ভারতে এমন বহু সাধারণ ছাত্র-ছাত্রী রয়েছে যারা তাদের পরিশ্রম ও ইচ্ছা শক্তির মাধ্যমে এই আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করছে। ইউ পি এস সি পরীক্ষায় পাশ করে সাধারণ ছাত্র-ছাত্রীরাও আইএএস হতে পারে।
ইউ পি এস সি পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র আইএএস নিয়োগ করা হয় না, বরং মোট ২৮ পদ সহ আইপিএস, আইএফএস ও আইআরএস প্রভৃতি পদে নিয়োগ করা হয়।
 IAS এর সম্পূর্ণ নাম কী ?
Indian Administrative Service হল আইএএস এর সম্পূর্ণ নাম। যাকে আমরা বাংলায় 'ভারতীয় প্রসাশনিক সেবা' বলি। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন
কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করা ছাত্র-ছাত্রীরা এই আইএএস পরীক্ষায় বসতে পারে। এ বিষয়টি কারোরই অজানা নয় যে, যারা প্রথম থেকেই আইএএস চাকরি করতে ইচ্ছুক তারা ক্লাস একাদশ-দ্বাদশ শ্রেণি থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নিতে হবে। আর একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, এই চাকরির পরীক্ষার জন্য আর্টস বা কলাবিভাগ নিয়ে পড়াশোনা করলে বেশি সুবিধা পাওয়া যায়। কারণ, বেশিরভাগ প্রশ্নই আসে ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রেবিজ্ঞানের মতো বিষয় থেকে। বহুজন গ্র্যাজুয়েশনের পর থেকেও এই চাকরির পরীক্ষা প্রস্তুতি শুরু করতে পারে। একজন আইএএস অফিসার সাধারণত ৫৬,০০০ থেকে ২,৫০০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতন কম-বেশি হয়।

বয়সসীমা
প্রত্যেকের ক্ষেত্রে বয়সীমা হল -
জেনারেল- ২১- ৩২ বছর পর্যন্ত
ওবিসি - ২১- ৩৫ বছর পর্যন্ত
এসি/এসটি - ২১ - ৩৭ বছর পর্যন্ত
পি ডব্লিউ ডি - ৪০ বছর পর্যন্ত
নিয়োগ প্রক্রিয়া
তিনটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়।
১) প্রিলিমিনারি পরীক্ষা - MCQ প্রশ্ন থাকে ৪০০ নম্বরের। দুটি জেনারেল পেপার। প্রত্যেকটি পেপারে ২০০ নম্বর।
২) আসল পরীক্ষা :- মোট ৯টি পেপারের ১৭৫০ নম্বরের পরীক্ষা।
৩) ইন্টারভিউ - পর পর দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ২৭৫নম্বরের এই পরীক্ষিটি দিতে হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News