#Pravati Sangbad Digital Desk:
একটি বিরাট সুখবর রয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য। নবান্ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্যের লাইব্রেরিগুলির শূন্যপদে নিয়োগের সবুজ ইঙ্গিত দিয়েছেন। রাজ্য লাইব্রেরি দপ্তর ৭০০ টি শূন্যপদে নিয়োগ করছেন। পশ্চিমবঙ্গের লাইব্রেরী গুলিতে রাজ্য লাইব্রেরী দপ্তর গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। বেকারত্ব কমাতে রাজ্যে তৈরি হয়েছে প্রচুর কর্মস্থান এবং তার মধ্যে অন্যতম হলো রাজ্যে লাইব্রেরী পদে নিয়োগ। ইতিমধ্যেই তড়িঘড়ি শুরু হয়ে গেছে লাইব্রেরি দপ্তরে পদের নিয়োগ নিয়ে। এই শূন্যপদগুলিতে নিয়োগের কারণে বই দিয়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে লাইব্রেরীগুলোতে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মতে, রাজ্যের উপর দিয়ে গত কয়েক বছরে একের পর এক ঝড়ঝঞ্ঝা বয়ে গিয়েছে। আম্ফান থেকে শুরু করে বুলবুল, ইয়াসের মত ঝড়ের দাপটে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপকহারে গ্রন্থাগার গুলির ক্ষতি হয়েছে বলে দাবি রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীর। তাই ধীরে ধীরে লাইব্রেরী গুলোকে সাজিয়ে তোলা হচ্ছে। তবে শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, কোভিডের কারণেও টানা এক বছর ধরে বন্ধ ছিল সমস্ত লাইব্রেরী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে রাজ্য সরকার কর্তৃক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রানুযায়ী, দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকা 'লোকাল লাইব্রেরী অথরিটি' গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের মোট চারটি জেলায় (আলিপুরদুয়ার, কালিংপং, দার্জিলিং এবং ঝাড়গ্রামে) এখনও পর্যন্ত সম্পূর্ণ গঠিত হয়নি 'লোকাল লাইব্রেরী অথরিটি'। তাই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মনে করেন ঠিক এই কারণেই বন্ধ হয়ে পড়েছিল নিয়োগ প্রক্রিয়া। তবে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন নতুন করে আবারও "এলএলএ" গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এই গঠন প্রক্রিয়া সম্পন্ন হলেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। রাজ্য জুড়ে রয়েছে শতাধিক লাইব্রেরী। গ্রাম্য এলাকায় লাইব্রেরি সংখ্যা প্রায় ১৫০০ টি। এসব লাইব্রেরীগুলোতে সমস্ত শূন্যপদই রয়েছে খালি। এর শূন্যপদ পূরণ করা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। এমন অবস্থা নিয়ে একাধিক বইপ্রেমীদের সমস্যা হচ্ছিল। এমনকি গত কয়েক বছরের মধ্যে বহু কর্মীরাই রিটায়ার্ড হয়ে গেছেন। এখনো পর্যন্ত কেন সেই শূন্যপদ গুলো পূরণ করা হয়নি এই নিয়ে বহুমানুষ অভিযোগ জানিয়ে ছিলেন। অবশেষে সরকারের তরফ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লাহের কথায় লাইব্রেরী নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবুজ ইঙ্গিত পাওয়া গেছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। www.bongodhara.com/2022/03/700