ই এস আই সি চাকরির সুযোগ দিচ্ছে স্নাতকদের : বেতন ৪৪,৯০০ টাকা!

banner

#Pravati Sangbad Digital Desk:

আপনি কি স্নাতক ও কম্পিউটারের কাজ জানেন? তাহলে আপনার জন্য মোটা বেতনের চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন । ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদে মোট ৯৩ জনকে নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন। স্থায়ী পদে নিযুক্তদের দেশের যে কোনও অংশে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের দফতরে কাজ করতে হবে। উল্লেখিত পদগুলিতে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা, যাঁদের এর সঙ্গেই অফিস স্যুট, ডেটাবেস সহ কম্পিউটারে কাজের জ্ঞান রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীর কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে। আরও এই বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।


ইচ্ছুক আবেদনকারীদের বয়স ১২ এপ্রিল, ২০২২ তারিখের হিসেবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের উল্লেখিত পদগুলিতে নিযুক্তরা বেতন পাবেন লেভেল ৭ অনুযায়ী। নিযুক্তদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা। ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদের প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট আর ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে। পরীক্ষা বা আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতি, প্রতিবন্ধী, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মহিলা অথবা প্রাক্তন সেনাকর্মী হলে এই ফি ২৫০ টাকা। ফি দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আবেদন করতে হবে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে esic.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Debopriya Banerjee

Related News