আবেদন করুন আজই -স্টাফ সিলেকশন কমিশনের রিক্রুটমেন্ট

banner

#Pravati Sangbad Digital Desk :

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এসএসসি এমটিএস হাভালদার বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে যাতে মাল্টি-টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) এবং হাভালদার (নন-টেকনিক্যাল) পদে চার হাজার (৪০০০) এর বেশি শূন্যপদ পূরণের জন্য যোগ্য এবং আগ্রহী ভারতীয় নাগরিকদের থেকে অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। সিবিআইসি এবং সিবিএন) এসএসসিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরো ভারত জুড়ে পুরো সময়ের ভিত্তিতে পোস্ট করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩০এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই ssc.nic.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার তারিখ:
কম্পিউটার ভিত্তিক টায়ার-I পরীক্ষা- জুলাই ২০২২
ডেসক্রিপটিভ পেপার (টায়ার-II) পরীক্ষা- পরে জানানো হবে।
আবেদন পদ্ধতি:
১. ইচ্ছুক আবেদনকারীদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ যেতে হবে।
২. একবার হোম পেজে গেলে, প্রার্থীকে পোর্টালে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে এবং লগইন করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের পরে, একটি নতুন পেজ খুলবে।
৪. এখানে প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত সহায়ক ডকুমেন্টের তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে হবে।
৫. চূড়ান্ত ভাবে আবেদনপত্র জমা দেওয়ার আগে, প্রার্থীকে আবার আবেদনপত্রটি ভালো করে দেখে নিতে হবে যাতে কোথাও ভুল না থাকে।
৬. সব ঠিক থাকলে, পরবর্তী ধাপে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
৭. আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিদার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Debopriya Banerjee

Related News