পেইনকিলার শুধুই কি ওষুধ নাকি বিষ?

banner

#Pravati Sangbad Digital Desk:

পেইনকিলার বা ব্যাথা প্রশমন ওষুধ নিত্যদিনে আমরা বহুমানুষ ব্যবহার করে থাকি। দাঁত ব্যাথা, মাথা ব্যাথা, হাত ব্যাথা, সারা শরীর যন্ত্রণায়ও এই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই পেইনকিলারকেই আমরা সবার আগে বেছে নিই। কিন্তু আমরা ভুলে যাই যে, এইসব পেইনকিলারেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন, লিভারের সমস্যা, পেটের সমস্যা, বিষণ্ণতা, বমি বমি ভাব, মাথা ঘোরা, চুলকানি, আসক্তি, তন্দ্রা ইত্যাদি। পেইনকিলারগুলির মধ্যে উল্লেখযোগ্য প্যারাসিটামল, মরফিন, ফেন্টানিল, হাইড্রোমারফন, প্রপক্সিফিন, অক্সিকডন, ডিকোডিন, সেরিডন ইত্যাদি।
পেইনকিলারঃ
১) প্যারাসিটামল – সাধারণত এই পেইনকিলার জর, শরীর যন্ত্রণা, মাথা ব্যাথা প্রশমনে কার্যকরী ওষুধ।
২) মরফিন – এই পেইনকিলারটি ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন সবরকমভাবে পাওয়া যায়। পা ভেঙ্গে গেলে, সার্জারি ইত্যাদি চিকিৎসাতে ব্যবহার করা হয়।
৩) ফেন্টানিল – এই পেইনকিলারটি রোগীর গুরুতর সার্জারির পর ব্যবহৃত হয়ে থাকে।
৪) হাইড্রোমারফন – এই পেইনকিলারটি ক্যান্সারের কারণে ব্যাথার প্রশমন হিসেবে মাঝারি থেকে গুরুতর সবরকম চিকিৎসায় ব্যবহৃত হয়।
৫) প্রপক্সিফিন – এই পেইনকিলারটি ওপিওড ব্যাথা উপশমকারী, যা হালকা থেকে মাঝারি ব্যাথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
৬) সেরিডন – এই পেইনকিলারটি মাথা ব্যথা উপশমে ব্যবহার করা হয়।

পার্শ্বক্রিয়াঃ
১) লিভারের সমস্যা – অত্যাধিক পরিমাণে পেইনকিলার গ্রহণ করার ফলে লিভার ক্ষতির আশঙ্কা বাড়ে। সাথে কিডনির উপরও খারাপ প্রভাব ফেলে।
২) পেটের সমস্যা –
৩) বিষণ্ণতা – অনেকদিন যাবত পেইনকিলার ব্যবহারের ফলে বিষণ্ণতায় ভোগার সম্ভাবনার বেশি থাকে। এমনকি আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়।
৪) বমি বমি ভাব – দরকারের বেশি পেইনকিলার সেবন করার ফলে বমি বমি ভাবের প্রবণতা দেখা দেয়।
৫) মাথা ঘোরা – পেইনকিলার সেবনের ফলে মাথা ঘোরার লক্ষণ চোখে পরে এবং পরবর্তীকালে মস্তিষ্কের বিকৃতি, ব্রেইন স্টোক হওয়ার সম্ভাবনার থাকে।
৬) চুলকানি – কিছু কিছু পেইনকিলার সেবনের ফলে হাতে, পায়ে এমনকি সারা দেহে চুলকুনি বা র‍্যাস দেখা যায়।
৭) আসক্তি – বার বার এই পেইনকিলার সেবনের ফলে মানবমনে আসক্তি ভর করে। ফলে তাদের চাহিদা মেটাতে এই ওষুধের দরকার পরে, যা সবচেয়ে বেশি ক্ষতিকর।
৮) তন্দ্রা – অধিক মাত্রায় পেইনকিলার গ্রহণের ফলে ঘুম ঘুম ভাব বা তন্দ্রা লাগার প্রবণতা চোখে পড়ে।
৯) হিমোগ্লোবিনে সমস্যা – অধিক মাত্রায় পেইনকিলার সেবনের ফলে দেহে রক্তের হিমোগ্লোবিনে সমস্যা দেখা দেয়। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Swarnalye Paul

Related News