চিকেন পক্স কী? কেন হয়? রইলো বিস্তারিত তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk :

চিকেন পক্স একটি ভাইরাস ঘটিত রোগ। ভ্যারিসেলা জস্টার (ভি-জেড)ভাইরাস নামে এক ধরণের ভাইরাস এই রোগের জন্য দায়ী। জলবসন্ত নামেও এটি পরিচিত। এটি একটি ছোঁয়াচে রোগ। আক্রান্ত রোগী থেকে একাধিক মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়তে পারে। মূলত বায়ু জনিত রোগ। বাতাসে দ্রুত ছড়িয়ে পরে। আক্রান্ত ব্যাক্তির হাঁচি, কাশি , থুতুর মাধ্যমে এই রোগ ছড়ায় । এছাড়া ফোস্কার মধ্যে যে রস থাকে যে রস সুস্থ মানুষের শরীরে লাগলে এই রোগ হতে পারে। এই রোগে শরীরে একাধিক ছোট ছোট ফুসকুড়ির সৃষ্টি হয় যার দাগ দীর্ঘদিন পর্যন্ত আক্রান্তের শরীরে থেকে যায়। চিকেন পক্স হলে শরীরে ভীষণ চুলকানি হয়। এই রোগে বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয়না। তবে খুব বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া  জরুরি। অনেকের ধারণা এই রোগ কেবল বসন্ত কালেই হয়ে থাকে। তবে এমনটা নয়। বছরের যে কোনো সময় এই রোগ হতে পারে। তবে বছরের প্রথম ছয় মাস আবহাওয়া পরিবর্তন এই রোগের জন্য দায়ী। যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগ অনুকূল আবহাওয়া সংস্পর্শে এই রোগ হয়ে থাকে।
এই রোগের লক্ষণ তৎক্ষণাৎ লক্ষ করা যায় না। শরীরে ঢোকার ১৪-২১ দিনের মধ্যে তা ধীরে ধীরে লক্ষ্য করা যায়।
বয়স্ক মানুষ, গর্ববতী মা, বাচ্চাদের ক্ষেত্রে এই রোগ মারাত্মক। এছাড়া যে ধরণের ব্যাক্তি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক। এই রোগে আক্রান্তের শরীর দুর্বল হয়ে পড়ে।

>লক্ষণ
ত্বকের উপর ছোট ছুটি যে ফুসকুড়ি হয় তা লাল অথবা গোলাপি বর্ণের হয়ে থাকে। প্রচন্ড জ্বালা করে ও চুলকানি হয়। শরীর অস্থির হয়ে পড়ে। জ্বর আসে।
খিদে কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। প্রচন্ড মাথাব্যাথা হয়। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একজনের শরীরে থাকে। সঠিক খাওয়া দাওয়া ও পরিষ্কার পরিছন্নতায় তা সেরে ওঠে। যেহেতু এই সময় রোগীর শরীর দুর্বল হয়ে পড়ে তাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত। মাছ, ডিম , দুধ, বিভিন্ন ফল দিতে পারেন। তবে তেল ঝাল মশলা জাতীয় খাবার দেওয়া উচিত নয়। সহজপাচ্য খাবার দেওয়াই উচিত।
>ঘরোয়া চিকিৎসা
 অ্যালোভেরা ব্যবহার-
একটি অ্যালোভেরা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তা থেকে জেল বার করে নিন। জেল র‍্যাসের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। চিকেন পক্সের জ্বালা যন্ত্রনা কমাতে  অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।
নিম-
নিমের মধ্যে রয়েছে  অ্যান্টিভাইরাসের গুন যা চিকেন পক্স কমাতে সাহায্য করে। নিম পাতা বেটে ফোঁড়ার উপর লাগিয়ে ব্যবহার করতে পারেন না হলে নিম পাতা জলে ফুটিয়ে সেই জল স্নানের জন্য ব্যবহার করুন উপকারী পাবেন।
বেকিং সোডা দিয়ে স্নান-
 স্নানের জন্য গরম জল নিন। তাতে হাফ কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই জলে স্নান করেন।

আদা-
স্নানের গরম জলে আদা পাউডার মিশিয়ে স্নান করুন উপকারী পাবেন।
নুন দিয়ে স্নান-
নুন আন্টিমাইক্রবিয়াল গুণমান সমৃদ্ধ। স্নানের জলে অর্ধেক নুন ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে স্নান করুন। এতে চিকেন পক্সের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
মধু-
পক্সের গুটির উপর মধু লাগান। ১৫-২০ মিনিট রাখুন। ২০ মিনিট পর পরিষ্কার জলে ধুয়ে নিন। মধুর মধ্যে থাকা এন্টিব্যাক্টোরিয়াল গুন রয়েছে যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম। যারা চিকেন পক্স আক্রান্ত হননি, তারাও টীকা নিতে পারেন। ১৪ বছর পর্যন্ত বাচ্চাদের টীকা দেওয়া হয়। বেশি বয়সীরাও এটি নিতে পারেন। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Related News