শাসকষ্ট মানেই হাঁফানি এমনটা নয়, জানুন শ্বাসকষ্ট হবার অন্যতম কারণগুলি

banner

#Pravati Sangbad Digital Desk:

কোভিডের কারণে সব মানুষেই এখন স্বাস্থ্য সচেতন। দীর্য ২ বছর ঘরবন্ধি ছিলেন সাধারণ মানুষ তার জেরে সৃষ্টি মানসিক ক্লান্তি, ডাক্তারি ব্যাখ্যায় করোনা ক্লান্তি। এখন বাইরে বেরোলেও মেনে চলতে হয় একাধিক বিধিনিষেধ। অসময় সামান্য শরীর খারাপই মানুষের মনে ভয় ধরাতে সক্ষম। এসময় সামান্য সর্দি-জ্বর-কাশি হলেই মানুষের মনে কোভিডের চিন্তা। তাই শ্বাসকষ্ট মানেই হাঁফানি, বুকে ব্যাথা মানেই হার্ট এট্যাক এসবের সঙ্গে তুলনা করে বসেন অনেকেই।
শ্বাসকষ্ট মানেই যে হৃদরোগ বা বড়ো কোনো  রোগের সমস্যায় পড়তে চলেছেন এমনটা ভেবে ভয় পাবার কারণ নেই। বিশেষকরে শীতকালে অনেকেরই শ্বাস কষ্ট দেখা দেয়। এক্ষেত্রে সর্দি, বুকে কফ জমা অনেক অংশেই দায়ী। যে সমস্ত ব্যাক্তির অ্যাজমা রয়েছে তাদের এই সমস্যা প্রায় দেখা যায়।
তবে সব ক্ষেত্রেই যে সাধারণ কারণ হবে এমনটা নয়। চিকিৎসকদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শ্বাসকষ্ট এমন একটি রোগ যার কোনো সীমাপরিসীমা নেই। তাই অনেক ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে এর উৎস জানা যায়।
সব ক্ষেত্রে শ্বাসকষ্ট মানে হাঁফানি বা ফুসফুসের সমস্যা এমনটা নয়।
কিছু সাধারণ কারণে শ্বাসকষ্ট হতে পারে, রইলো বিস্তারিত-
* শাসকষ্টের জন্য অনেকসময় মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতা দায়ী।
* হঠাৎ ভয় বা আতঙ্কিত হয়ে পড়লে দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়।
* বুকে ব্যাথা শাসকষ্টের অন্যতম কারণ।

* হৃদপিন্ডে রক্ত প্রবাহ প্রয়োজনের তুলনায় কম হলে সেক্ষেত্রে শ্বাস কষ্ট দেখা দেয়.।
* অনেক সময় আসিডিটি থেকে শ্বাসকষ্ট হয়।
* সর্দির সময় বুকে কফ জমে থাকলে নিঃশাস নিতে কষ্ট হয় তখন শ্বাস কষ্ট দেখা দেয়।
* দুশ্চিন্তা বা বেশি এক্সাইটমেন্টে শ্বাস কষ্ট দেখা দেয় ।
* পাহাড়ে ঘুরতে গেলে পাহাড়ের উপর ওঠার সময় এই সমস্যা দেখা দেয়।
* কোনো কারণে রক্তে অম্লর পরিমাণ বেড়ে গেলে শ্বাস কষ্ট হয়ে থাকে।
* ধূমপান করলে এই সমস্যা বেশি দেখা দেয়।
* এলার্জি থাকলে, ধুলো-ধোঁয়া ডাস্ট নাকে ঢুকলে এই সমস্যা দেখা দেয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Related News