#Pravati Sangbad Digital Desk:
করোনা নামটা সমগ্র মানবজাতির কাছে এক অশনি সংকেতের মতো। গত ২ বছর ধরে গোটা মানবজাতি জর্জরিত এই সংকটে। কিন্তু বর্তমানে কিছুটা হলেও তার প্রভাব চোখে পড়ছে না। মানুষ আস্তে আস্তে আবার ফিরে আসছে স্বাভাবিক জীবনে। স্কুল, চাকরির জায়গা, কলেজ সবই খুলে গেছে আস্তে আস্তে। তবে কি করোনা আর ফিরে আসবে না? নাকি এখানে শেষ নয়, আরো বড়ো কিছু অপেক্ষা করছে?
এরকম নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ডাক্তার, বিজ্ঞানী সহ সকলের মনে। এরই মধ্যে আবার উল্টো বিপত্তি। কোভিড-১৯-এর চতুর্থ ঢেউয়ের রিপোর্টের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) আবারও বিশ্বজুড়ে কোভিড-১৯ পরীক্ষা কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন যে, "এর মধ্যে অনেক ভুল তথ্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। তা হলো, ওমিক্রণের ভেরিয়েন্টেশন, ওমিক্রণ করোনা মহামারীর শেষ রূপ এবং কোভিড ১৯ এর নিষ্পত্তি এখানেই। একদমই ভুল কথা।" তিনি আরো বলেন, মহামারী যে এখানে শেষ এই তথ্য ও ভুল। এটি শেষ মহামারী, যার সাথে আমাদের লড়াই করতে হবে-এমন অনেক ভুল তথ্য চাঞ্চল্যকর সৃষ্টি করছে মানুষের মনে। বিশ্বব্যাপী করোনা পরীক্ষা হ্রাস হওয়া সত্ত্বেও ১১ বিলিয়নের বেশি মানুষের ভেতরে কোভিড ১৯ এর উপস্থিতি লক্ষ করা গেছে। জানা যায়, আবারও ইউরোপ মুখোমুখি হচ্ছে কোভিড-১৯ এর। মার্চের শুরু থেকে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং মার্কিন প্রদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
দেশ ও প্রত্যেক রাজ্যে টিকাকরণ কর্মসূচী দ্রুত গতিতে চলছে। মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে অনেক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৭৭ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। স্বেচ্ছাসেবী, স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি রোগীদেরও বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তাই কোভিডের নতুন ঢেউ কতটা ভয়াবহ হবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আর তাই ডাক্তার দের মতে, কোনো রকম ভুয়ো খবরে কান না দিয়ে সাবধানে এবং সচেতন ভাবে থাকতে হবে। করোনা আসুক বা না আসুক সাবধানে থাকাটা আগে জরুরি বলেই জানাচ্ছে গবেষকরা।