Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কেন বারংবার হৃদরোগে আক্রান্ত হচ্ছেন ফুটবলাররা? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞরা

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

এই শনিবারেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মারা যান দেবজ্যোতি ঘোষ নামে এক তরুণ ফুটবলার। কিন্তু কী কারণ এই মর্মান্তিক ঘটনার!
জানা যায় দেবজ্যোতি ঘোষ কলকাতা রেলওয়েজ এফসি তে খেলত। এই তরুণ ফুটবলার এর বয়স ছিল মাত্র ২৫। এই ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। শনিবার নদীয়াতে ধুবুলিয়া বেলপুকুর মাঠে ফুটবল খেলার সময় প্রাণ হারান তিনি জানা যায় সেই মাঠে এক প্রতিযোগিতা চলছিল। এই তরুণ ফুটবলার এর আগামী বছরে ইস্ট বেঙ্গল দলেও যুক্ত হওয়ার কথা ছিল।
অনেকের মতে বিভিন্ন খেলার মধ্যে সবথেকে বেশি ফুটবল খেলোয়াড়রাই ফিট থাকেন। আবার হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রীড়া জীবন শেষ হয়েছে অনেক ফুটবলারের। তাদের মধ্যে আছে ক্রিশ্চিয়ান এরিকসেন ও আনোয়ার আলী। এত ফিট হওয়া সত্ত্বেও শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন তারা এই ব্যাপারে শারীরিক প্রশিক্ষক রণদীপ মৈত্র জানান এই ধরনের অল্প বয়সে হূদরোগে আক্রান্ত ঘটনাকে কার্ডিয়াক হাইপারট্রফি বলে। শরীর যতই ফিট থাকুক যদি খেলার অনুশীলন মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায় বা শরীরের ওপর জোর দিয়ে নিজের ক্ষমতার বাইরে গিয়ে যদি অনুশীলন করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই কারণেই তরুণ ফুটবলার রা অধিক পরিমাণে এই হূদরোগে আক্রান্ত হচ্ছে। খেলার জন্য খেলার মাঠে নিজেকে ফিট রাখতে অনেক ফুটবলাররা নিজের ক্ষমতার বাইরে গিয়ে অনুশীলন করে এবং সেটি ডেকে আনে কাল। তবে সব ফুটবলারদের ক্ষেত্রে যে একই ঘটনা ঘটে এমনটাও নয়। এছাড়াও দেবজ্যোতির ক্ষেত্রেও যে এই একই ঘটনা ঘটেছে সেটির কোন ফলাফল জানা যায়নি। তাপিং তরুণ খেলোয়াড়দের মধ্যে অনেক সময় এরকম অদম্য জেদ থাকে অধিক পরিমাণে অনুশীলন করার ফলে তারা নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে অধিক সময় ধরে অনুশীলন করে নিজেদের ফিট রাখতে। যার ফলে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে খেলোয়াড়রা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News