ত্বকের যত্ন নিতে বাড়িতেই তৈরী করুন মুসুরির ডালের প্যাক:

banner

#Pravati Sangbad Digital Desk:

বাঙালীর হেঁশেল মানেই চাল আর ডাল থাকবেই। বাড়িতে কিছু থাকুক আর না থাকুক গরম ভাতে ঘি আর ডাল পেলে বাঙালী আর কিছুই চায় না। কিন্তু এ তো গেলো পেটপুজোর কথা। এবার আসি একটু রূপচর্চায়। গরম ভাতে ডাল যেমন সুস্বাদু তেমন জানেন কি ত্বকের জন্য ডাল কতটা উপকারী? কিছু মানুষ জানেন আবার কিছু মানুষ জানেন না। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি মুসুর ডালের প্যাক এমনিতেই ত্বকের জন্য ভাল। তাই মোটামুটিভাবে ত্বক যত্ন রাখতে এই ডাল আপনি বেটে মুখে লাগাতে পারে। অনেকে এই ডাল ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেন। যাতে মাঝে মাঝে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। তবে ত্বকের প্রকার অনুযায়ী ফেসপ্যাকেও কিছু পরিবর্তন থাকবে। মূল উপাদান মুসুর ডাল হলেও অন্য উপাদানে তারতম্য থাকবে। এছাড়াও, 
১)ট্যান কমাতে সাহায্য করে: রোদে মুখ পুড়ে কালো হয়ে গেলে কিছু না ভেবে ছোট করে বাড়িতে এসে বানিয়ে নিন মুসুর ডালের প্যাক। কিছুটা মুসুর ডাল গুড়োর সাথে তিন চার  চামচ ব্যাসন, ৩/৪ চামচ টক দই পারলে সাথে একটু হলুদ ও মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পড়ে মুখে লাগিয়ে ভালো করে শুকনো করুন এবং ধুয়ে ফেলুন। 
২) শুষ্ক ত্বক মোলায়েম করতে সাহায্য করে :  একবাটি মুসুর ডাল গুঁড়ো নিন সাথে একটু মধু মেশান। ভালো করে দুটোকে মিশিয়ে নিন এবং আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। 
৩) মুখের অযাচিত দাগ দূর করে: হাফ বাটির কিছুটা মুসুর ডাল নিন এবং সাথে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মেশান। ভালো করে মিশ্রণ করে সেটা ভালো করে মুখে লাগিয়ে নিন। কিছুটা সময় পর ধুয়ে ফেলুন। লক্ষ করবেন কিছুদিন করার পর দাগ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। 

৪) মুখের লালচে ভাব দূর করতে : 
 সারা রাত কাঁচা দুধে ডাল ভিজিয়ে রাখুন। সকালে ওই ডাল ভালো করে বেটে নিয়ে মুখে লাগান। আধ ঘন্টা পরে ধুয়ে ফেলুন। দেখবেন, এতে মুখের লালচে ভাব দূর হবে। 
৫) ফেস হেয়ার পরিষ্কার করে: অনেক মহিলাই আছেন যাদের মুখে অযাচিত লোম থাকে। এমন সমস্যা থেকে নিস্তার পেতে ১ চামচ মসুর ডালের পাউডারের সঙ্গে ১ চামচ চালের গুঁড়া মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এবং তার সঙ্গে যোগ করতে হবে ১ চামচ দুধ ও বাদাম তেল। সবকটি উপাদান মেশানোর পর মিশ্রণটি মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। 
৬) শুষ্ক ত্বক আর্দ্র করে তোলে: যাদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য খুব দরকারী মতো এই মুসুর ডাল। অনেকে মনে করেন, এই ডাল ত্বক আরও শুষ্ক করে দেয়। আসলে কিন্তু বিষয়টি একদমই তা নয়। দুধের সঙ্গে মুসুর ডাল বাটা মিশিয়ে যদি প্রতিদিন মাখেন তাহলে শুষ্ক ত্বকের সমস্যা অনেকটাই দূর হবে। শুধু তাই নয় ত্বক হবে আগের চেয়ে অনেক বেশি নরম। 
৭) মেথি ও মুসুর ব্যাবহার করুন একসাথে: ২-৩ টেবিল চামচ মুসুর ডাল ও এক চা চামচ মেথি ভিজিয়ে রাখুন সারা রাত। এটা আসলে একটা স্ক্রাবের মতো কাজ করবে আপনার ত্বকে। তাই একটু দানা দানা মতো করে বাটবেন। বেশি মিহি করে বাটবেন না। মুসুর ডাল আপনার ত্বক উজ্জ্বল করবে আর মেথি কাজ করবে প্রাকৃতিক টোনার হিসেবে। 
৮) ফেস ওয়াশ হিসেবে কাজ করে মুসুর: ১ চামচ বাটা মসুর ডালের সঙ্গে ২ চামচ দুধ, অল্প পরিমাণে হলুদ এবং ৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি সারা মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলতে হবে মুখটা। 
এই ঘরোয়া প্যাক ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aankhi Banerjee

Tags:

Related News