কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে ক্ষমতায় আম-আদমি পার্টি

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান খবর বলছে বিজেপি-কংগ্রেস কাউকে নয় পাঞ্জাবি সাধারণ মানুষ আম আদমি পার্টিকে বেছে নিয়েছে। ভোট গণনার ফলাফল এটি প্রায় কার্যত পরিষ্কার। পাঞ্জাবে ১১৭ টি আসনের জন্য ভোট হয় এবং ভোট গণনার পর এখনো পর্যন্ত দেখা গেছে ৭৮ টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। উন্নয়নমূলক কাজের আশায় সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে এগিয়ে এনেছে। ওইদিকে কংগ্রেসের আসন সংখ্যা মাত্র ১৩। এতদিন পর্যন্ত এই পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র পাঞ্জাব ছিল কংগ্রেস শাসিত ছাড়া বাকি চার রাজ্যে ছিল বিজেপি। প্রায় দুদিন ধরে চলছে ভোট গণনা এবং সেখান থেকে যেসব প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে আগের মতনই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে এগিয়ে আছে বিজেপি। পাঞ্জাবে এগিয়েছে আম আদমি পার্টি। এছাড়াও গোয়া এবং মণিপুরের ভোট ছিল সেখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবেনা বলে জানা গেছে। তবে সেই সব জায়গায় শাসনের জন্য এমজিপি ও তৃণমূল কংগ্রেস জোট বাধতে পারে। কিন্তু মণিপুরী সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিজেপি সরকার গড়া লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে। একটি আঞ্চলিক দল হিসেবে আম আদমি পার্টির উঠে আসা সত্যি নজরকাড়া। গত বুধবার সেন্টার পর্দা স্টাডি অফ ডেভেলপমেন্ট সোসাইটির গণনা অনুযায়ী উত্তরপ্রদেশে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। প্রায় ৪৩ শতাংশ ভোট পেয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টি পেয়েছে ৩৫ শতাংশ ভোট। এইদিকে কংগ্রেসের ভোট ৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে তিন শতাংশ । ভারতের এই পাঁচ রাজ্য পাঞ্জাব উত্তর প্রদেশ উত্তরাখণ্ড মণিপুর এবং গোয়ার এই নির্বাচনকে মেগা নির্বাচন বলে আখ্যায়িত করা হচ্ছে। কারণ জাতীয় নির্বাচনে প্রায় ৪৪৫টি আসনের মধ্যে ৮০ টি উত্তরপ্রদেশের।

দুইদিনের ভোট জরিপে এগিয়ে ছিল বিজেপি। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। দেখা গেছে ১৯৬ টি আসনে এগিয়ে আছে যোগী আদিত্যনাথ এর বিজেপি। যোগী আদিত্যনাথ এই নিয়ে দ্বিতীয় বার ক্ষমতায় আসছে উত্তরপ্রদেশে। উত্তরাখণ্ড বিজেপি শাসিত কিন্তু সেখানেই কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের লড়াই চলছে। ৭০ টি আসনের মধ্যে ৩৭ টি আসন পেয়েছে বিজেপি এবং কংগ্রেস পেয়েছে ১৯টি আসন এখনো পর্যন্ত এগিয়ে আছে বিজেপি। আগে নির্বাচনের থেকে অনেক কম ভোটে জিততে পারে বিজেপি এমনই আশঙ্কা করা যাচ্ছে। অন্যদিকে গোয়ায় ৪০ টি আসনের মধ্যে ১৭টি আসন নিয়ে বিজেপি এগিয়ে আছে কংগ্রেস আছে পাঁচটি আসনে। মণিপুরে  প্রায় ১৬ টি আসন নিয়ে এগিয়েছে বিজেপি। এছাড়াও এই নির্বাচনের আগে অনেক প্রভাবশালী মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে। পাঞ্জাবে কার্যত কেজরিওয়ালের আম আদমি পার্টিই আসছে। এই ৫ রাজ্যে মোট আসন ছিল উত্তরপ্রদেশে ৪০৭,পাঞ্জাবে ১১৭, গোয়ায় ৪০, উত্তরাখণ্ডের ৭০ এবং মনিপুরের ৬0। ভারতের রাজনীতি অনুযায়ী দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশে কিন্তু এখানে দিল্লির রাস্তা পাঞ্জাবে গিয়ে ঠেকেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News