পাঞ্জাবে ক্ষমতায় আপ,ইউপিতে বিজেপি আর বাকি রাজ্যে এগিয়ে বিজেপি

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ৮ই মার্চ ৫ রাজ্যে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন, ৫ রাজ্যের মধ্যে কোথাও প্রধান বিরোধী দল বিজেপি, কোথাও কংগ্রেস, কোথাও বা আপ। ৫ রাজ্যের এই বিধানসভা ভোটে বিরোধীদের মূল লক্ষ্যই ছিল বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করে তোলা, যার জন্য অনেক রাজনৈতিক দলই জোট বাঁধতে শুরুও করেছিলো আর বিজেপি বিরোধী প্রধান মুখ হিসাবে বারবার উঠে এসেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ভোট পর্ব মিটতেই বুথ ফেরত সমীক্ষার ফল আমদের সামনে উঠে এসেছে।
আজ ১০ই মার্চ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, বেলা যত গড়াতে শুরু করেছে ভোটের ফলাফল সামনে আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের যা ফলাফল দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে তৃতীয় বারের জন্য সরকার গড়তে প্রস্তুত যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত ৩৬৫ আসনের গণনা সম্ভব হয়েছে। যার মধ্যে বিজেপি এগিয়ে ২৪৩ আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে ১১১ আসনে, বিএসপি ৫ আসনে এগিয়ে এবং কংগ্রেস ৬ আসনে এগিয়ে।
অন্যদিকে পাঞ্জাবে জয়ী আম আদমি পার্টি, পাঞ্জাবে ইতিমধ্যেই ১১৭ আসনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ১১৭ আসনের মধ্যে ৮৮ আসনে জয়ী আপ, কংগ্রেস এগিয়ে ১৩ আসনে, এসএডি এগিয়ে ৮ আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে ৫ আসনে, বিএসপি এগিয়ে ২টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।

উত্তরাখণ্ডে ৭০ আসনের মধ্যে ৪৫ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২০ আসনে, বিএসপি এগিয়ে ২টি আসনে এবং আইএনডি এগিয়ে ২টি আসনে অন্যদিকে আপ এগিয়ে ১ টি আসনে। গোয়া বিধানসভাই ৪০ আসনের মধ্যে ১৯টি আসনে এগিয়ে গেরুয়া শিবির, ১২ আসনে এগিয়ে কংগ্রেস অর্থাৎ কংগ্রেস বিজেপির থেকে মাত্র ৭ হাত দূরে, অন্যদিকে সদ্য গোয়াতে পা দেওয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে  ৫ আসনে।
মণিপুর বিধানসভায় ভোট গণনা সম্পন্ন হয়েছে, ৬০ আসনের মধ্যে ২৮ আসনে জয়ী ভারতীয় জনতা শিবির, কংগ্রেস এগিয়ে ৯ আসনে, অন্যদিকে এনপিপি এগিয়ে ৭ আসনে, জেডিউ এগিয়ে ৬ আসনে, এনপিএফ এইয়ে ৬ আসনে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News