ধেয়ে আসছে করোনার চতুর্থ ঢেউ! জানুন কিছু তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk:

আসতে চলেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। বিশ্বজুড়ে আবারও দ্রুত বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৬.০৩ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬৮১৮ জন। ভারতে, গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ৪,৫৭৫ জনের শরীরে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতে চতুর্থ ঢেউ আছড়ে পড়বে কিনা। কানপুর IIT-র গবেষকরা দাবি করেছেন, এই বছরের জুন-জুলাই মাসের মধ্যেই এসে পড়বে করোনার পরের ঢেউ। সেই ঢেউ অগস্টের মাঝামাঝি চরম আকার ধারণ করবে বলেও জানিয়েছেন তাঁরা। 
চেন্নাই ইনস্টিটিউট অফ ম্যাথমেটিকাল সায়েন্স (আই এম এস সি)-এর অধ্যাপক সীতাভ্র সিংহ বলেছেন, “চতুর্থ ঢেউ নিয়ে এই পূর্বাভাস এখনই খুব একটা যুক্তিসঙ্গত নয়। তাঁর কথায়, ‘সংক্রমণের সংখ্যা দ্রুত কমছে। ভবিষ্যতে কোনও ঢেউ আবার আসবে কি না, এলে কবে আসবে, তা এখনই বলা যাচ্ছে না।”
গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতী সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, দেশে দ্রুত গতিতে গণ টিকাদান কর্মসূচি এবং সচেতনতা বৃদ্ধির ফলে কোভিড-১৯ এর আসন্ন ঢেউ মোকাবিলা করা সহজ হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুসারে, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৭৭.৬৭ কোটিরও বেশি মানুষকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। মন্ত্রক আরও বলেছে যে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের এবং ৬০ বছর বা তার বেশি বয়সী কোমরবিড ব্যক্তিদের ২ কোটিরও বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে। গত বছরের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান অভিযান শুরু হয় এবং প্রথম পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়া হয়।

ফ্রন্টলাইন কর্মীদের ইনোকুলেশন ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। কোভিড  টিকা দেওয়ার পরবর্তী ধাপটি ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছর বা তার বেশি বয়সের নির্দিষ্ট সহ-রোগজনিত পরিস্থিতিতে ১ মার্চ থেকে শুরু হয়েছিল। অন্যদিকে, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম মেনন দাবি করেছেন যে, কানপুর IIT-র এই গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া অপ্রয়োজনীয়। বিভিন্ন ভ্যারিয়্যান্টের উৎপত্তি হলেই করোনা মহামারী শুরু হয়। সেক্ষেত্রে আগে থেকে নতুন ঢেউ কবে আসবে তা বলা সম্ভব নয় বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন একক গবেষকও কানপুর IIT-র চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস সংক্রান্ত গবেষণার সমালোচনা করেছেন।
এদিকে, দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন, মৃত্যু হয়েছে ৬৬ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ৬৬ জনের। এদিকে করোনার হাত থেকে রক্ষার জন্য টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এখনও পর্যন্ত দেশবাসীকে মোট ১৭৮ কোটি ৯০ লাখ ৬১১ হাজার ৮৮৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News