শর্তের বিনিময়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পুতিনের

banner

#Pravati Sangbad Digital Desk:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনো বর্তমান। বহু ভারতীয় এবং বিদেশীরা তাদের নিজের দেশে ফিরে এসেছে। এরইমধ্যে রাশিয়া করিডোর তৈরি করলেও তার মধ্যেই তারা আক্রমণ করে। ইউক্রেনের অবস্থা হয়ে উঠেছে ক্রমশ শোচনীয়। সোমবার ১২ দিনে পড়বে যুদ্ধ। ইউক্রেন খুব বিশাল জনসংখ্যার দেশ না হলেও বাইরে থেকে বহু পুরুষ ইউক্রেনে আশ্রয় নেয়। এখনো পর্যন্ত ইউক্রেনের ১৫ লক্ষ মানুষ দেশ ছেড়েছে যুদ্ধ পরিস্থিতি। এদিকে রাশিয়া সামরিক বাহিনী হয়ে উঠছে আরও শক্তিশালী। জানা যাচ্ছে, সিরিয়ার যোদ্ধাদের রাশিয়া নিজেদের যুদ্ধে নিজেদের দলে নিয়েছে। ফলে রাশিয়ার সামরিক বাহিনী হয়ে উঠছে আরও অনেক বেশি শক্তিশালী। তবেই রাশিয়ায় এখন ইউক্রেনের বিরুদ্ধেই এই বন্ধ করে দেবে বলেও দাবি করেছে কিন্তু তার পরিবর্তে ইউক্রেনকে মেনে নিতে হবে চারটি শর্ত। সেগুলি হল- 
১) সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে এবং তার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে অর্থাৎ ইউক্রেনের সংবিধানের যা যা আছে সেই সব কিছুতে পরিবর্তন আনতে হবে।
২) বর্তমানে ক্রিমিয়া হল ইউক্রেনের অন্তর্গত কিন্তু তা রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে দিতে হবে।
৩) ইউক্রেনের ডোনেটস্ক এবং লুহানস্ককে পৃথক স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৪) পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই শর্তগুলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেস্কি মেনে নেয় তা হলে তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে দেবে। এটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়ের মুখপাত্র জানান।

এদিকে পুতিন ও মোদির মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে ফোনে কথোপকথন হয়। এর আগে বহুবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান যাতে তিনি রাশিয়া সরকারকে একটু বোঝান যুদ্ধ বন্ধের জন্য। এইবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের সমস্ত সংকটের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে জানা যায় ইউক্রেনের সঙ্গে আলোচনার গতি-প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মোদিকে। এছাড়াও রাশিয়া সুমিসহ আর ৪ শহরেও যে যুদ্ধের বিরতি ঘোষণা করেছেন তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত যাতে দ্রুত হারে মিটে যায় তাই সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার অনুরোধ জানান নরেন্দ্র মোদি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News