বুথ ফেরত সমীক্ষার ফল, উত্তরাখণ্ডের ক্ষমতার হাত বদল

banner

#Pravati Sangbad Digital Desk:

উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর এবং গোয়া এই ৫ রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে বিধানসভা ভোট, এবার শুধু হাতেনাতে ফল পাওয়ার অপেক্ষা। আগামী ১০ই মার্চ ভোটের ফল প্রকাশের পালা, এবার দেখার পালা কোন রাজ্যের ভবিষ্যৎ কোন দলের হাতে যায়। ভারতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশ এক বিশাল ভূমিকা পালন করে, কোথায় আছে উত্তরপ্রদেশ যার দিল্লীর সিংহাসন তার। উল্টোদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উত্তরপ্রদেশের যোগ অনেক দিনের। বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপির ডবল ইঞ্জিন সরকার, যার মসনদে প্রধানমন্ত্রীর অতিপ্রিয় যোগী আদিত্যনাথ। সমীক্ষায় দেখা গেছে এই বারের বিধানসভা ভোটেও উত্তরপ্রদেশের ক্ষমতা থাকবে বিজেপির হাতেই, তবে আসন কিছুটা হলেও কমতে পারে। উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে অন্যতম সমাজবাদী পার্টি, যার সুপ্রিমো অখিলেশ যাদব। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেতে পারে সমাজবাদী পার্টির পকেটে। উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে প্রায় ৩০০ কাছাকাছি আসন পেতে পারে বিজেপি, অন্যদিকে বাকি আসনের বেশীরভাগটাই যাবে সমাজবাদী পার্টির ঘরে।

অন্যদিকে পাঞ্জাবে বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে পাঞ্জাবের ক্ষমতা পেতে পারে আম আদমি পার্টি, পাঞ্জাবে মোট আসনের মধ্যে ৫০ শতাংশের কাছাকাছি আসন পেতে পারে আপ। অপরদিকে কংগ্রেসের পক্ষে যেতে পারে ১০টি আসন, এবং বিজেপি পেতে পারে ১০ শতাংশ।
আবার গোয়া এবং মণিপুরে বিজেপি বেশ চ্যালেঞ্জের মুখে পরে গিয়েছে, সমক্ষায় দেখা গিয়েছে গোয়ার ৪০টি বিধানসভা আসনের মধ্যে প্রায় ২০টি আসনের কাছাকাছি পেতে পারে বিজেপি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১৫টির বেশ আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫টি মতো। আবার মণিপুরে বিজেপি পেতে পারে ৩০টির কাছাকাছি আসন এবং প্রধান বিরোধী দল কংগ্রেস পেতে পারে ২০টির মতো আসন।
বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী উত্তরখণ্ডের ক্ষমতার হাত বদল হয়ে আসতে পারে কংগ্রেসের কাছে। উত্তরাখণ্ড বিধানসভাই মোট ৭০টি আসন, সমীক্ষায় দেখা গেছে ৭০টি আসনের মধ্যে ৪০টির কাছাকাছি আসন পেতে পারে কংগ্রেস ওপর দিকে উত্তরখণ্ডের প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে ২৫টির মতো আসন। সব মিলিয়ে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, গোয়া এবং মণিপুরের বিধানসভা দখল করতে প্রস্তুত গেরুয়া শিবির। অন্যদিকে পাঞ্জাবে এগিয়ে আম আদমি পার্টি এবং উত্তরাখণ্ডের ক্ষমতা পেতে পারে কংগ্রেস।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News