সাময়িকভাবে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

ইউক্রেনে মারিউপল এবং ভলনোভাকা শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যুদ্ধচলাকালীন যুদ্ধক্ষেত্রে আটকে থাকা সাধারণ মানুষ বিদেশি পড়ুয়ারা যাতে নিরাপদ স্থানে চলে যেতে পারে তাই করিডোর তৈরি করে দিতেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যুদ্ধ বিরতির সময় জিএমটি সময় অনুসারে সকাল ছয়টা থেকে মোট সাড়ে পাঁচ ঘণ্টা। পূর্ব ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরে বন্দ শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ইউক্রেন সরকারের তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মানবিক করিডোর তৈরির সিদ্ধান্ত গ্রহণ হয়। তবে এখন যুদ্ধবিরতির ঘোষণা জানালেও মারিউপলের মেয়র জানায়, এই কদিন ধরে গোটা শহরে লাগাতার শেলিং চালিয়েছে রুশ সেনাবাহিনী। মোট জনসংখ্যা শহরটির সাড়ে চার লক্ষ। তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বহু সাধারণ মানুষ আহতও হয়েছে। এছাড়াও সেনাবাহিনী কৌশলগতভাবে গোটা শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে। এই পরিস্থিতিতে দেখা দিয়েছে পানীয় জলের অভাব, খাবারের অভাব এছাড়াও বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে গোটা শহরবাসী। তার ওপরে ভয়ঙ্কর শীতের প্রভাবে কষ্ট পাচ্ছে বহু মানুষ। 

ফলে সাধারণ মানুষ রাশিয়ার সৃষ্টি করা এই যুদ্ধ ক্ষেত্রকে অভিযুক্ত করছে। এই পরিস্থিতি যুদ্ধের ভয়াবহতা যাতে খুব বেশি না হয় তাই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। এছাড়াও ভুয়ো খবর প্রতিরোধ আইন ও এনেছে সরকার। ঠিক এই কারণেই বহু জন বলছে রাশিয়া নিজেদের এই ঘৃণ্য কাজের দৃশ্য সবার সামনে না আনতে এবং নিজেদের মানবিকতাবোধ যাতে ফুটে ওঠে তাই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বিরতি আপাতত ঘোষণা হলেও রাশিয়ার উল্লেখিত এই সামরিক অভিযান কবে কোথায় গিয়ে পুতিন থামাবে তা অনিশ্চিত।    

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News