Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সাসপেন্ড নাকি অবসর নিলেন দীপা কর্মকার!

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

রিও অলিম্পিক মাতানো ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারকে হঠাৎ করেই নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থা। কিন্তু কেন তাঁকে নির্বাসিত করা হল, সেটা নিজেই বুঝে উঠতে পারছেন না দীপা। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থার সিদ্ধান্তে রীতিমতো হতবাক তিনি। এই মুহূর্তে দীপা আগরতলায় অনুশীলন করছেন। আপাতত জাতীয় শিবিরের সদস্য নন তিনি।যদিও দীপা সাসপেনশনের প্রতিক্রিয়া না দিলেও দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী সোমবার বলেছেন, “দীপা এই মুহূর্তে আগরতলায়। ও জাতীয় শিবিরের অঙ্গ নয়। আচমকাই এই বিষয়টা জানতে পেরে দীপা নিজেও হতবাক হয়ে গিয়েছে। আমরা সবাই কারণটি খুঁজে বার করার চেষ্টা করছি, কেন আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন ওকে ‘সাসপেন্ডেড’ বলছে। এই ব্যাপারে সংস্থার সঙ্গে কোনও কথোপকথনও হয়নি আমাদের। যখনই আমরা এর উত্তর জানতে পারব, সকলকে জানিয়ে দেব।"
কোভিড (Covid-19) সংক্রমণের কারণে দেশ-বিদেশের একাধিক যোগ্যতা অর্জনের প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ায় দীপা ২০২১ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সেই না পাওয়া মেটাতে ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য অনুশীলনে ডুবে গিয়েছেন এই বঙ্গ তনয়া। পাশাপাশি চলতি বছর আয়োজিত হতে চলা এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও  অংশগ্রহণ করতে মরিয়া দীপা। এসবের মাঝেই এল তাঁর নির্বাসনের সংবাদ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image