ইউক্রেনে আটকে পড়া প্রবাশীদের দেশে ফিরিয়ে আনতে শুরু হয়েছে অপারেশন গঙ্গা

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ব রাজনীতি এখন সরগরম ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, আশেপাশে কান পাতলেই শোনা যাচ্ছে তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেলো? সুত্র মারফৎ জানা গিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে উস্কানি দিচ্ছে চিন। সেই সাথে ইউক্রেন সাহায্য চাইছে ভারতের কাছে। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় এক সপ্তাহের কাছাকাছি। আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ইউক্রেন ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন, সেই সাথে ফিরে এসেছেন বহু ভারতীয় নাগরিক। যদিও যুদ্ধের শুরু দিকে ভারত থেকে উদ্ধারকারী দল ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝ পথ থেকেই নিরাশ হয়ে ফিরতে হয়েছিল। যুদ্ধের ৫-৬ দিনের মাথায় গোটা ইউক্রেনের ছবিটা একেবারে আলদা হয়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি অফিস, বাড়ি-ঘর স্বভাবতই সাধারণ মানুষ বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন। বিশ্বের একাধিক দেশ রুশ বিমানের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এত কিছুর মধ্যেও ইউক্রেনের সাথে রাশিয়া বৈঠক করতে রাজি হয়েছে। ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। আবার ইউক্রেনের গ্যাস পাইপ বিস্ফোরণ নিয়ে রাশিয়ার ওপর আঙুল তুলেছে ইউক্রেন প্রশাসন।

ইউক্রেনে ভারতের বহু পড়ুয়া ডাক্তারি পড়াশোনা করে, ধীরে ধীরে তারাও দেশে ফিরেছে, ওপর দিকে যারা দেশে কোন ভাবেই ফিরতে পারবে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন নিয়মিত ভাবে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, সেই সাথে ভারতের পক্ষ থেকে ইউক্রেনে আটকে থাকা দেশবাসীদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন পরিষেবা। গতকাল অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি প্রায় ২৫০ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে বিশেষ বিমান। "অপারেশন গঙ্গা" নামে বিশেষ অপারেশন শুরু করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমরা সব সময় নাগরিকদের জীবনকে সবার আগে বেছে নি”। তিনি আরও জানিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে। কেন্দ্রের পাশাপাশি ইউক্রেনে আটকে থাকা রাজ্যবাসীদের জন্য বিশেষ হেল্পলাইন ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News