Flash news
    No Flash News Today..!!
Thursday, May 16, 2024

বাস্তু মতে, সময় ও তারিখের সঠিক অবস্থানে ফিরে পেতে পারেন সৌভাগ্য! জানুন কিভাবে

banner

#Kolkata:

জীবনে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সময়কে মাথায় রেখে এগিয়ে চলার ক্ষেত্রে ক্যালেন্ডার এবং ঘড়ি দুটিই বেশ তাৎপর্যপূর্ণ। আধুনিকতার যুগে হাতে যতই স্মার্ট ফোন থাকুক না কেন দেওয়ালে রাখা ঘড়ি ক্যালেন্ডারের উপস্থিতি যেন আলাদাই গুরুত্ব রাখে। তবে ঘড়ি ক্যালেন্ডার ঘরের যেখানে সেখানে রাখলেই হলো না। কারণ বাস্তু শাস্ত্রে বাড়িতে ক্যালেন্ডার ঘড়ি রাখার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট কিছু দিকের উল্লেখ। তাই বাজার থেকে কিনে আনা যেকোনো ঘড়ি যেকোনো দিকে লাগালে হবেনা। কারণ ঘড়ি ক্যালেন্ডারের অবস্থান ঘরে পজিটিভ নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করে এবং পরিবারের ওপর তার প্রভাব ফেলতে পারে। তাই বাস্তু মতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে জেনে নিন ক্যালেন্ডার ঘড়ি রাখার নির্দিষ্ট দিক।

 

কোথাও কোন দিকে ক্যালেন্ডার ঝোলাবেন?

বাড়িতে কিংবা কাজের জায়গায় বিভিন্ন প্রয়োজনে আমরা ক্যালেন্ডার রাখি। আর তার কোনো নির্দিষ্ট জায়গা থাকেনা। নিজেদের পছন্দ মতো একটা জায়গায় রেখে দিই। কিন্তু বাস্তু মতে থেকে পরিবারে হতে পারে নেতিবাচক শক্তির সঞ্চার। তাই ক্যালেন্ডার ঘরে নিজের পছন্দের একটা কোণে রাখুন। তবে ভুলেও কখনো সদর দরজার পাশে বা মাথায় রাখবেন না। এমনকি ঘরের ভেতরের যে সব দরজা দিয়ে বেশি যাতায়াত হয় তার দুপাশেও রাখবেন না ক্যালেন্ডার। কারণ এতে করে পরিবারের সদ্যদের ওপর পরমায়ুর পক্ষে অশুভ প্রভাব পরে। এছাড়াও মনে নেগেটিভ চিন্তা ভাবনার সঞ্চার হয়। যা হতাশার সৃষ্টি করে।

 

জানুন দেওয়ালে ঘড়ি টাঙানোর সঠিক দিক-

বাস্তুমতে দেওয়ালে যেকোনো ঘড়ি লাগালেই হবেনা। ঘড়ির মধ্যে সবচেয়ে শুভ হিসাবে ধরা হয় পেন্ডুলাম ঘড়িকে। তবে সে ঘড়ির রয়েছে নির্দিষ্ট কিছু আঁকার। যেমন বৃত্তাকার, বর্গাকার, ডিম্বাকৃতি এবং আট ছয় হাত বিশিষ্ট পেন্ডুলাম ঘড়ি পরিবারে ইতিবাচক প্রভাব বাড়ায়। আগেকার দিনে এই ঘড়ির চল থাকলেও বর্তমানে নেই বললেই চলে। তবে বাস্তুমতে এই ঘড়িকে খুবই শুভ বলে মনে করা হয় এবং মনে করা হয় কারণ এটি পরিবারের খারাপ সময় কাটিয়ে দেয়। কিন্তু এই ঘড়ি রাখবেন কোন দিকে জেনে নিন তা।

. বাস্তুমতে, সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে শোয়ার ঘরের পূর্ব দিকে রাখুন ঘড়ি। সম্ভব না হলে উত্তর দিক করেও রাখতে পারেন। তবে কখনোই বিছানার পাশে ঘড়ি রাখবেন না।


. বেডরুম ছাড়া অন্য ঘরে ঘড়ি রাখলে সেক্ষত্রে পশ্চিম দিকে রাখুন যা পরিবারের সদস্যদের জীবনে ভালো কিছুর সঞ্চার ঘটায়। এছাড়াও উত্তর দিকে রাখলে তা পয়সার অপচয় রোধ করে সঞ্চয় বাড়ায়।

. ক্যালেন্ডারের মতোই বাড়ির সদর দরজার মাথায় কখনোই ঘড়ি রাখবেন না। এতে করে পরিবারে অশুভ শক্তির সঞ্চার ঘটে।

. খাওয়ার ঘরে কিংবা ডাইনিং টেবিলের আসে পাশে ঘড়ি রাখবেন না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে।


. আসবের পাশাপাশি বাড়িতে কখনোই অচল ঘড়ি রাখবেন না। বাস্তু মতে অচল ঘড়ি পরিবারের সদস্যদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

. এছাড়াও ঘরে সুখ শান্তি বজায় রাখতে সঠিক অবস্থানের পাশাপাশি ঘড়ির রঙের কথাও মাথায় রাখুন। বাস্তু মতে গাঢ় নীল, কমলা সবুজ রঙের ঘড়ি পরিবারে নেতিবাচক প্রভাব

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sohini Chatterjee