নতুন বছরে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে রইল কয়েকটি বাস্তু টিপস

banner

#Pravati Sangbad digital Desk:

প্রায় প্রত্যেক ব্যক্তির জীবনেই মাঝেমধ্যে হঠাৎ হঠাৎ অর্থের ব্যয় হয়ে থাকে।  নানা রকম  আর্থিক  অভাবে জর্জরিত হয়ে পড়েন।  মাস শেষ হওয়ার আগেই টাকা পয়সা হাতে থাকে না। এমন অনেক ব্যক্তির এমন অবস্থায় তাদের সংসার চালানো পর্যন্ত কঠিন হয়ে পড়ে।  ইতিমধ্যেই আমরা নতুন বছরে প্রবেশ করেছি।  এই নতুন বছর  অর্থাৎ  ২০২৩ সালে যাতে আর্থিক অনটন কেটে গিয়ে আর্থিক সমৃদ্ধি আসে এটা  আমরা প্রত্যেকেই চায়। কিন্তু এক দিনে অবস্থার উন্নতি হয় না। আর রাতারাতি আর্থিক সমস্যা দূরও হয় না।। কিন্তু বাস্তুতে কিছু পরিবর্তন আনলে আর্থিক সমস্যা পিছু ছাড়তে পারে। আর্থিক সমস্যার সঙ্গে বাস্তুর যোগ রয়েছে। নতুন বছরে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে কী-কী করবেন, দেখে নিন:

বাঁশ গাছ বসান- বাঁশ গাছ সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। ফেইং শুইয়েও বাঁশ গাছের উল্লেখ রয়েছে। বাস্তু শাস্ত্র মতে, বাড়ি কিংবা অফিসে বাঁশ গাছ লাগালে অর্থের আগমন ঘটে। পাশাপাশি বাড়িতে কিংবা অফিসে কোনও বাস্তু দোষ থাকলে সেটাও দূর হয়ে যায়।

তুলসী গাছ- বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো উচিত। মনে করা হয় তুলসী গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। নিয়ম মেনে তুলসী পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন।

 মাটির কলসি- বাস্তু শাস্ত্র  অনুযায়ী আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মাটির কলসিতে জল ভরে বাড়ির উত্তর দিকে রাখা উচিত। মনে করা হয় এমন করলে আর্থিক সমস্যা দেখা দেয় না।

উইন্ড চাইম- ফেইং শুইয়ে উইন্ড চাইমের বিশেষ গুরুত্ব আছে। উইন্ড চাইম বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে সাহায্য করে। অফিস, বাড়িতে আপনি এমন জায়গায় উইন্ড চাইম লাগান যেখানে হাওয়া-বাতাস খেলে। উইন্ড চাইমের শব্দে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।

লাফিং বুদ্ধা- নতুন বছরে বাড়িতে লাফিং বুদ্ধা রাখুন। বাড়ির সদর ঘরে আপনি লাফিং বুদ্ধা রাখতে পারেন। লাফিং বুদ্ধা আপনার জীবনে আর্থিক অনটন দূর করে দেবে। লাফিং বুদ্ধা বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়।

শিব ঠাকুরের পুজো করুন-জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তির রাহুদোষ রয়েছে, তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই এই দোষকে কাটাতে গরিব ব্যক্তিকে নিজের সাধ্য মতন দান করুন। যদি পারেন ভগবান শিবের পুজো করুন। সোমবার করে শিব ঠাকুরের মাথায় বেল পাতা দিন। তাহলে দেখবেন আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। জীবনে সাফল্য আসবে। আর্থিক অভাব কেটে যাবে।

অ্যাকোয়ারিয়াম- নতুন বছরকে সুন্দর করে তোলার জন্য বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম সাজিয়ে রাখুন। অ্যাকোয়ারিয়াম আপনার পরিবারের মধ্যে সুখ বয়ে নিয়ে আসবে। এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরিবারের মধ্যে মানসিক শান্তি বজায় থাকবে।

সঠিক জায়গায় আয়না রাখুন- আয়না নিয়ে বাস্তু শাস্ত্রে নানা বিষয় উল্লেখ রয়েছে। আর্থিক অবস্থা উন্নতির ক্ষেত্রেও এই আয়না বিশেষ ভূমিকা পালন করে। যে মাধ্যমের দ্বারা আপনি অর্থ রোজগার করেন, আপনার কর্মক্ষেত্রে আয়না রাখুন। ব্যবসার জায়গায় আয়না রাখতে পারেন। এতে উন্নতির পথ আরও প্রশস্ত হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das