#Pravati Sangbad Digital Desk:
করোনা পরিস্থিতি নিয়ে জেরবার গোটা বিশ্ব, সেই সাথে ভারতও। বিশ্বের প্রায় সমস্ত উন্নয়নশীল অর্থনীতির বেহাল দশা, কমেছে চাকরির সুযোগ, কাজ হারিয়েছেন বহু মানুষ, ভারতের মতো বিপুল জনঘনত্বের দেশে হু হু করে বেড়েছে বেকারের সংখ্যা। করোনার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ, বাজার দর আগের থেকে বেড়েছে অনেকটাই, নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম মধ্যবৃত্তের নাগালের বাইরে, সব মিলিয়ে ভারতের অবস্থা সমীচীন। তবে খুশির খবর একটাই ২০২১ সালের শেষের দিক থেকে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, বেকারত্বের সমস্যা একটু হলেও কমেছে, কেন্দ্রীয় সরকারের জিএসটি আদায় হয়েছে কয়েকগুণ বেশি।
তবে ২০২২ সালে বেকার যুবক যুবতিদের জন্য থাকছে সুখবর, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সমীক্ষায় অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। সমীক্ষায় বলা হয়েছে ২০২১ সালে নিয়োগ আগের অর্থবর্ষের তুলনাই বৃদ্ধি পেয়েছিল ২৭ শতাংশের কাছাকাছি, কিন্তু চলতি বছরে তা বৃদ্ধি পাবে ৩১ শতাংশের মতো। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এবং এক বেসরকারি সংস্থার যৌথ সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০২২ সালে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে সাথে ইন্টারনেট নির্ভর এবং অটোমোবাইল ক্ষেত্রে ফ্রেশার বা নতুন ছেলে মেয়ের চাকরির নিয়োগ বাড়বে ৫০ শতাংশেরও বেশি, তবে শুধু ফ্রেশারদের জন্যই নয় সুযোগ থাকবে অভিজ্ঞ চাকুরি প্রার্থীদের জন্যও, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে ফ্রেশারদের পরেই থাকবে অভিজ্ঞ চাকুরীজীবীদের তালিকা।
সমগ্র দেশে প্রযুক্তি নির্ভর সংস্থাগুলি অর্থাৎ অটোমোবাইল, ইন্টারনেট সংক্রান্ত বিষয়, বিভিন্ন আর্থিক সংস্থা যেমন ব্যাঙ্ক, বিমা কোম্পানি প্রভৃতি সংস্থায় এই সমীক্ষা চালানো হয়েছিল। তাছাড়া সমীক্ষা চালানো হয়েছিল বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা এবং ফার্মাসিটিক্যাল সংস্থাগুলিতেও, সমীক্ষায় ফলাফল সামনে আসতেই এমনই তথ্য সামনে এসেছে। সমীক্ষায় আরও দেখা গেছে চলতি বছরে দেশের ছোট শহরগুলিতেও নতুন চাকরির সুযোগ বৃদ্ধি পাবে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। চাকুরি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, কাজ করার ক্ষমতা দেখে তবেই চাকরি দেওয়া হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সমক্ষায় আরও দাবি করা হয়েছে চলতি বছরে নতুন চাকরির পাশাপাশি বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলিতেও রয়েছে বেতন বৃদ্ধির সম্ভাবনা, বিগত বছরগুলির থেকে অনেকটাই বেতন বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সমীক্ষায়।