ঘর সাজাতে ভালোবাসেন? তাহলে এবার প্রম্পট হিসাবে বেছে নিন ক্যাকটাস! জানুন এর রকমারি

banner

#Pravati Sangbad Desk :

মানুষের প্রিয় শখ গুলোর মধ্যে অন্যতম একটি পরিচিত শখ হলো গার্ডেনিং কিংবা ঘর সাজানো। অনেকেই বাড়ির চারপাশে, উঠোনে, ছাদে কিংবা এক ফালি বারান্দাকেই সাজিয়ে তোলেন নিজের পছন্দের গাছ দিয়ে। তবে ব্যস্ততার মাঝে সেসব গাছের ঠিক মতো পরিচর্যা না করলে দুদিনেই যায় মরে। তাই কম যত্নে বেড়ে উঠবে অথচ সৌন্দর্য্যও বজায় রাখতে বেছে নিন সাদা, গোলাপি, কমলা, বেগুনি রঙের ফুল জাতীয় ক্যাকটাস গাছ। তাহলে এবার জেনে নিন কোন ধরণের ফুল জাতীয় ক্যাকটাস গাছ বাজারে পাওয়া যায়। 
ক্যাকটাসের রকমফের- 
১. চীনা ক্যাকটাস- এই ধরণের ক্যাকটাস খুব সহজেই বাজারে পাওয়া যায় এবং এই গাছে গোলাপি রঙের ফুলও ধরে। তবে এই ধরণের গাছের মধ্যে কিছু কিছু গাছ ছায়ায় ভালো বাড়ে, আবার কিছু কিছু গাছ রোদে বাড়ে। 
২. সাগুয়ারো ক্যাকটাস- প্রায় চল্লিশ ফুট উচ্চতা পর্যন্ত এই ক্যাকটাস বাড়তে পারে। তবে খুব ধীর গতিতেই এই ধরনের ক্যাকটাস বাড়ে। তাই এদের বাড়ির ভিতরে ও বাইরে দুজায়গাতেই রাখা যায়। 
৩. ক্র্যাব ক্যাকটাস- এই ধরণের ক্যাকটাস বাড়ার জন্য সাধারণত শীতল আবহাওয়া প্রয়োজন। তাই এই ক্যাকটাস ইনডোর প্লান্ট হিসাবেই উপযুক্ত। সারাবছর ফুল না দিলেও শীতে ঠান্ডা আবহাওয়ায় এই গাছে ফুল ধরে। আর এই ধরনের ক্যাকটাস বাজারে পাওয়াও খুব সহজ। 

৪. বানি ইয়ারস ক্যাকটাস- এই ধরণের ক্যাকটাস গাছের পাতা খানিকটা লম্বা খরগোশের কানের মতো দেখতে হয় বলেই এর নাম দেওয়া হয়েছে বানি ইয়ারস। এই ক্যাকটাস সাধারণত দুই থেকে তিন ফুট লম্বা হয়। আর এটি যে শুধু মাত্র ফুল দেয় তা না। পর্যাপ্ত আলো পেলে এই গাছে সাদা ফুল ও বেগুনি ফলও ধরে। 
৫. ওল্ড লেডি ক্যাকটাস- এই ক্যাকটাস ভুলেও মাটিতে বসাবেন না। এর বাড়ার জন্য উপযুক্ত বালি। বিশেষজ্ঞদের মতে সব মিলিয়ে প্রায় ২৫০ প্রজাতির ওল্ড লেডি ক্যাকটাস পাওয়া যায়। বসন্তে এই গাছে গোলাপি ও বেগুনি ফুল ফোটে। 

গাছ তো জানলেন তবে গাছের পরিচর্যা কিভাবে করবেন? জেনে নিন সেই টিপস। 
ক্যাকটাস গাছকে অন্যান্য গাছের মতো ট্রিট করলে চলবেনা। অর্থাৎ অন্যান্য গাছের মতো মাটিতে ক্যাকটাস বাড়তে পারেনা। তাই ক্যাকটাস বাড়ার জন্য চাই ঝুরঝুরে বালি মাটি। তাই এই মাটি তৈরির জন্য লাগে ১০% বালি, ৪০% মাটি আর ৫০% পারলাইট। তবে এর সাথে খানিকটা রক ডাস্ট মিশিয়ে নিলেও ভালো হয়। এবারে সেসব মিশ্রণ টবে দিয়ে সামান্য জল দিয়ে গাছ বসিয়ে নিন। সাজানোর জন্য ওপর থেকে ছোট ছোট নুড়ি পাথর ও রাখতে পারেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sohini Chatterjee

Tags:

Related News