#Pravati Sangbad Digital Desk:
কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ! শীতকালে খাওয়া-দাওয়া, ঘোরা ফেরার যেমন মজা আছে তেমনই জ্বর সর্দি কাশি, শ্বাসকষ্ট, বাতের ব্যাথার মতো নানান সমস্যা লেগেই থাকে। আর এসব থেকে মুক্তি পেতে অনেকেই নানান ধরণের হোম রেমেডি, ওষুধ মলম লাগিয়ে সাময়িক আরাম পেলেও তা দীর্ঘমেয়েদী নয়। তাই পার্মানেন্ট সমাধান পেতে ভরসা রাখুন বাসক পাতায়। কেন জানেন?
১. কারণ বাসক পাতায় আছে প্রচুর পরিমামে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যা বাতের ব্যাথা, গাঁটে ব্যাথা নিরাময়ে সাহায্য করে। যার জন্য প্রতিদিন নিয়ম করে বাসক পাতা বেটে তার সাথে হলুদ মিশিয়ে সেই পেস্ট ব্যাথার স্থানে লাগাতে হবে। টানা এক সপ্তাহ করলে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।
২. বাতের ব্যাথার পাশাপাশি এটি জ্বর সর্দি কাশি, গলা ব্যাথা, মাথা ব্যাথা এবং শ্বাসকষ্টের নানান সমস্যা দূর করে। তবে এসব উপকারিতা পেতে সকালে খালি পেটে এই পাতা বাটার রস খেতে হবে। প্রয়োজনে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন।
৩. বাসক পাতা ও ফুলের রস জন্ডিস, পেটের নানান রোগ দূর করতেও কার্যকরী।
৪. প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে ২-৩ চামচ এবং মিছরি মিলিয়ে সরবত করে খেলে এই রোগে উপকার পাওয়া যায়।
৫. এছাড়াও যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হবে।
৬. ত্বকের যেকোনো ইনফেকশন বা দাদ, চুলকানিতে ১০-১২ টা কচি বাসক পাতা বেটে লাগালে মিলবে উপকারিতা।
৭. পাশাপাশি খাওয়ার জল কে বিশুদ্ধ করে তুলতে জলের পাত্রে ৫-৬ টা বাসক পাতা ফেলে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখে তুলে নিন।
৮. বাসক পাতার রস খিঁচুনি জাতীয় রোগ নিরাময়ে কার্যকর।