বিনা ঝামেলায় বাড়িতেই বানিয়ে নিন টক দই। তাও ঘরে থাকা উপকরণ দিয়ে

banner

#Pravati Sangbad Digital Desk:

শেষ পাতে দইয়ের কোনো বিকল্প নেই। টক দই হোক বা মিষ্টি দই, সেটি যদি বাড়িতেই বানানো যায় তাহলে বিষয়টা মন্দ হয় না। বেশিরভাগ সময় দই কেনার জন্য বাইরে যেতে হয় তবে কেনার কথা মনেও থাকে না। আর টকদই এমন একটি জিনিস যা বিভিন্ন রান্নাতে ব্যবহার করা যায়। এছাড়া টকদই ওজন কমাতে ও রূপচর্চাতেও ব্যবহার করা হয়ে থাকে। তাই বেশি পরিমানে টকদই কেনার খরচ বাঁচাতে আজই এই রেসিপি টি ট্রাই করুন।

উপকরণ :
দুধ (গরুর বা এমনি লেকুইড ) =২৫0
গুঁড়ো দুধ=১০০
টক দই =১০০

পদ্ধতি :
প্রথমে দুধ গরম করতে দিন। দুধ ভালো ভাবে ফোটাতে হবে। ফুটতে শুরু করলে গুঁড়ো দুধটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার দুধ ততক্ষণ অব্দি ফোটান যতক্ষুনে যে পরিমানে দুধ নিয়েছিলেন সেটি অর্ধেক হয়ে যায়। দুধ ফুটে কমে এলে ও গাঢ় হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
এই সময় টক দই মিশিয়ে নিন। এবার দুধ ঠান্ডা হলে টিফিন বক্স (ব্যবহার করা ভালো ) এ দুধ ঢেলে মুখ আটকে দিন। এবার এটি কোনো গরম জায়গা বা কোনো তোয়ালে তে মুড়ে এমন জায়গায় রাখবেন যেখানে জিনিষটি কেউ নারা না দেয়। নারা দিলে জিনিষটি বসবে না।
গোটা একটা দিন এরাম ভাবে বসিয়ে রাখুন।
গোটা একটা দিন পর টিফিনবক্স খুলে পরিবেশন করুন টক দই। মিষ্টি দই করতে চাইলে দুধে চিনি বা বাতাসা মেশাতে পারেন।
আপনাদের ব্যবহার মতো দই বানান আর বাড়ির সকলকে পরিবেশন করুন।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Tags: