আজ মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলতে থাকেন কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। তিনি বলেন, “বাংলায় কথা বলার জন্য দেখুন কত লোককে ডিটেনশন ক্যাম্পে লোক দিয়েছে। কত মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে, কত মানুষকে রাজস্থান, উত্তরপ্রদেশের জেলে আটকে রেখেছে।” তিনি এও অভিযোগ করেন, বিহারে প্রচুর মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আর বাংলায় যদি এমন হয় তাহলে ‘ঘেরাও কর্মসূচির’-ও ডাক দেন তিনি।
তৃণমূলনেত্রী বলেন, ‘বলছে বাংলায় পরিবর্তন হলেই নাকি আসল উন্নয়ন হবে৷ আপনি তো দিল্লিতে ১১ বছর ক্ষমতায় আছেন, কী উন্নয়ন করেছেন? দু কোটি চাকরি দেবেন বলেছিলেন, ১৫ লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন, কালো টাকা ফেরাবেন বলেছিলেন, তার কী হল? উল্টে একশো দিনের কাজ, বাংলার বাড়ি, গ্রামের রাস্তার কাজ বন্ধ করে দিলেন৷ মানুষকে জেলে ভরে দিচ্ছেন৷’
আগামী বছর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের আগে বার্তা দিদির
বাংলা ভাষার উপরে আক্রমণের অভিযোগ তুলেও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা৷ তিনি বলেন, ‘বাংলা ভাষা নিয়ে আপনার কী সমস্যা? বাংলা ভাষায় কথা বললে মনে হয় আপনি ভয় পাচ্ছেন৷’
বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’’ তিনি আরও বলেন, ‘‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’’