Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

হোয়াইট হাউসে গিয়ে গ্রেপ্তার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা !!

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital:

এবার কি ওবামাকে গ্রেপ্তারের ছক কষছে ট্রাম্প প্রশাসন? 

হাতে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে! বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের পোস্ট করা ভিডিওর সারমর্ম হল, কেউই আইনের উর্ধ্বে নন। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। তারপরেই দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে এফবিআই। সেই দৃশ্য দেখে দিব্যি মিটিমিটি হাসছেন ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, কয়েদির পোশাক পরে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা।


দিনকয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও দাবি করেন, ২০১৬ সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্রের তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠরা। 

সুতরাং এই ভিডিওটি নিছক একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং গভীর বার্তা বহন করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভিডিওটি শুরু হয় ওবামার নিজের একটি উক্তি দিয়ে, যেখানে তিনি বলছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও নয়।” এরপর জো বাইডেন-সহ একাধিক ডেমোক্র্যাট নেতার একই ধরণের উক্তির সংকলন দেখানো হয়।

এরপরই আসে সবচেয়ে বিতর্কিত অংশ — ওভাল অফিসে ওবামাকে হাতকড়া পরিয়ে এফবিআই গ্রেপ্তার করছে, আর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাম্প হালকা হাসি দিচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, ওবামা কারাগারের ইউনিফর্ম পরে জেলে। সব মিলিয়ে একটি নিখুঁত এআই প্রযুক্তিতে তৈরি 'ডিপফেক' ভিডিও — যা বাস্তবের সঙ্গে মিলে যাওয়ার মতোই ভিজ্যুয়াল উপস্থাপনা।

মায়ানমারের চিন প্রদেশে চলতে থাকা সশস্ত্র সংঘর্ষের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ

এআই দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করলেও কোনও ক্যাপশন দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিতর্কের ঝড় উঠেছে মার্কিন রাজনৈতিক মহলে। কাল্পনিক ভিডিও শেয়ার করেও কেন সতর্কবার্তা দিলেন না প্রেসিডেন্ট, প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্টের এহেন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলতেও পিছপা হননি সমালোচকরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনে ওবামাকে গ্রেপ্তারের ছক কষছে ট্রাম্প প্রশাসন?

Related News