Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা: ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

 রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই আকাশে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় কৃষিক্ষেতের উপর ঘন কালো ধোঁয়া আগুনের শিখা। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, বিমানটি সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। বিমানের ধ্বংসাবশেষের মধ্যেই পাওয়া যায় পাইলটের মৃতদেহ।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন রেলপথ, ৭ ঘণ্টা ধরে আটকে বন্দে ভারত এক্সপ্রেস , ভোগান্তিতে যাত্রীরা

স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্ত শুরু করেছে বায়ুসেনা। পাইলটের পরিচয় এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সূত্রের খবর, তিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানের ব্ল্যাকবক্স খোঁজা অন্যান্য প্রযুক্তিগত তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বায়ুসেনা জানিয়েছে, নিহত পাইলটের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং সরকারিভাবে যথাযথ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। ধরনের দুর্ঘটনা বায়ুসেনার জন্য বড় ধাক্কা। আধুনিক প্রযুক্তির সাহায্যে যুদ্ধবিমানগুলিকে আরও নিরাপদ করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News