১৯৬২ সাল থেকে এজবাস্টনে শুরু হয়েছে টেস্ট। কিন্তু প্রথম এশীয় কোনও দলের সেখানে জিততে লাগল ৬৩ বছর। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। এই টেস্টে জয়ের পর বেশ কিছু নজির গড়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে ভারত। ১৯৩২ সালে প্রথম বার টেস্ট খেলা শুরু ভারতের। তার পর ৯৩ বছরে বিশ্বের মোট ৮৫ মাঠে ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৬০ মাঠে জিতেছে তারা। এত দিন ৫৯ মাঠে জিতেছিল ভারত। তাতে যুক্ত হল এজবাস্টন।
ভারতের হাতে কাপ কি এবার? ইতিহাস বলছে সম্ভাবনা উজ্জ্বল"
ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। এটাই রানের ব্যবধানে টেস্টে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ৩১৮ রানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙেছেন শুভমনেরা। শুধু ভারত নয়, ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। শুভমন ভারতের কনিষ্ঠতম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে টেস্ট জিতেছেন। ২৫ বছর ৩০১ দিনে এই কীর্তি করেছেন তিনি। এর আগে ১৯৭৬ সালে ২৬ বছর ২০২ দিন বয়সে অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছিলেন সুনীল গাওস্কর। তাঁর রেকর্ড ভেঙেছেন শুভমন।
এই প্রথম বার টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০০ বা তার বেশি
রান করেছে ভারত। এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে
৪২৭ রান করেছে ভারত। অর্থাৎ, এই টেস্টে মোট ১০১৪ রান করেছে ভারত।