Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পাঁচ মাস পর আজ থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন

banner

journalist Name : Abhinaba Poddar

#Kolkata:

পাঁচ মাস পর কোভিড বিধি মেনে আজ রবিবার ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলার সবুজ সংকেত দিয়েছে নবান্ন।

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের সময় থেকেই বন্ধ ছিল লোকাল ট্রেন (Local Tralin) পরিষেবা। দূর্গা পুজোর পর থেকেই এই রাজ্যে কোভিড ১৯ সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় লোকাল ট্রেন চালু কতটা যুক্তি  সংগত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিষেজ্ঞরা। তবে লোকাল ট্রেন চালু করাটা যে জরুরি তাও মেনে নিয়েছেন তাঁরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ট্রেন যাত্রীরা। তারা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। হাওড়া স্টেশনে যাত্রীদের বক্তব্য, এতদিন স্টাফ ট্রেন চললেও তাতে যাত্রীদের প্রচুর ভিড় হচ্ছিল। এই কারণে সেখানে কোভিড বিধি মানা সম্ভব হচ্ছিল না। এখন লোকাল ট্রেন চললে এবং ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের সেই ভিড়ের চাপ থাকবে না। সকলেই সুষ্ঠুভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন। কর্মক্ষেত্রে বা অফিস যেতেও আর সমস্যা থাকবে না। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অন্যান্য