Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শিবকাশীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

তামিলনাড়ুর শিবকাশীতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা, যেখানে একটি জনপ্রিয় বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণে মৃত্যু আহতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে কালো সাদা ধোঁয়ার ঘন মেঘ দেখা গিয়েছে, বিস্ফোরণের গর্জনে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 


স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে একাধিকবার বিস্ফোরণ ঘটে, যার ফলে আতঙ্ক আরও বাড়ে। কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল, যা আগুন বিস্ফোরণকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। অসমর্থিত সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই এক মহিলা-সহ অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজও, এবং বেশ কয়েকজনকে অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখযোগ্য, শিবকাশী দীর্ঘদিন ধরেই বাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে বহু ছোট বড় বাজি নির্মাণ কারখানা রয়েছে, এবং অতীতেও একাধিকবার এমন মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয় বলেই খবর, এবং প্রশাসন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা
Related News