Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

‘দীপাবলিতে সব বাজি নিষিদ্ধ নয়’ জানাল সুপ্রিম কোর্ট

banner

journalist Name : Abhinaba Poddar

#Delhi:

দীপাবলিতে সব বাজি নিষিদ্ধ নয়। ফাটানো যাবে পরিবেশবান্ধব বাজি। কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট। নির্দেশ যাতে অমান্য করা না হয়, তার জন্য রাজ্যকে সতর্ক থাকতে হবে বলেই জানায় শীর্ষ আদালত।

করোনা আবহে কালীপুজোয় শব্দবাজি ফাটানো নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ ওই মামলায় কলকাতা হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে কালী পুজো ও দিপাবলীতে কোনও ধরনের বাজিই ফাটানো যাবে না৷ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল আতসবাজি উন্নয়ন সমিতি।

শর্তসাপেক্ষে বাজি (Firecracker) ফাটানোর অনুমতি দিয়েছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) উৎসবের মরশুমে বাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাই কোর্টের তরফে জানানো হয়, কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো যাবে না। এমনকী জগদ্ধাত্রী পুজো, বড়দিন এবং বর্ষবরণের রাতেও বাজি ফাটানো যাবে না বলেই জানিয়ে দেয় হাই কোর্ট। বাজি ফাটালে করোনা রোগী এবং করোনাজয়ীদের শ্বাসকষ্ট হতে পারে, সেই যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্ট বাজি নিষিদ্ধ করে। জীবনের থেকে ব্যবসায়িক স্বার্থ বড় নয় বলেই জানান বিচারপতিরা।

বিচারপতি এনএম খানউইলকর ও বিচারপতি অজয় রাস্তোগীর বেঞ্চ এদিন ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয়৷ ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয় যে, পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। সমস্ত রাজ্যের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য৷ এমনকি আদালতের নির্দেশ কোনও রাজ্য অগ্রাহ্য করলে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি
Related News