রথযাত্রার পর এবার উলটো রথ উপলক্ষে রাজ্য সরকারের তরফে আবারও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের ফেরার সময় যেন কোনও বিপত্তি না ঘটে, সেই কারণেই গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে নবান্ন। যদি কোনও দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু
রথযাত্রা উপলক্ষে আগে থেকেই দিঘায় ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। এবার উলটো রথেও সেই একই ব্যবস্থায় রাখা হচ্ছে একটি এয়ার অ্যাম্বুল্যান্স। নবান্ন সূত্রে খবর, “পাঁচ জুলাই উলটো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে”। সংশ্লিষ্ট হেলিকপ্টার সংস্থাকেও এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। “৪ তারিখ দুপুর থেকেই” হেলিকপ্টার “স্ট্যান্ড বাই” থাকবে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে “উলটো রথযাত্রা, শ্রাবণী মেলা ও মহরম” উপলক্ষে রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকও হয়েছে।
উল্লেখযোগ্য,
গঙ্গাসাগর মেলায় প্রতিবছর লক্ষাধিক ভক্তের সমাগম হয়। সেখানে ভক্তদের স্বাস্থ্যগত নিরাপত্তার
কথা মাথায় রেখে আগেই এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। এবার দিঘার রথযাত্রার
সময়েও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার একইরকম প্রস্তুতি নিচ্ছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের
পর প্রথম রথযাত্রায় যেমন ভিড় দেখা গিয়েছিল, এবার উলটো রথেও তেমন পরিস্থিতির আশঙ্কা
থাকায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাহলে যেন
দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তর করা যায়— সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।