Flash News
    No Flash News Today..!!
Monday, January 19, 2026

এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বাজেটে অনুমোদন না পাওয়া, না গত কয়েক মাস ধরে তাদের বিতর্কিত বিদেশনীতির ফলে বিক্ষোভের আশঙ্কা — ‘আসল’ কারণ যা–ই হোক না কেন, ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখা যাবে না আমেরিকাকে।      নিষিদ্ধ বহুবিবাহ ! না মানলে ৭ বছরের জেল

কলকাতা বইমেলায় এই প্রথমবার স্টল দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। স্বাভাবিকভাবেই তা নিয়ে উচ্ছ্বসিত সকলে। গিল্ডের অপর এক আধিকারিক বলেন, “আমরা খুশি যে ইউক্রেন প্রথমবার বইমেলায় অংশগ্রহণ করছে। ইউক্রেনের শিল্প ও সাহিত্যের সঙ্গে সরাসরি পরিচয় ঘটবে বইপ্রেমীদের।” বইপ্রেমীদের একাংশের কাছে ইউক্রেনের রূপকথা এবং সে দেশের সাহিত্য অত্যন্ত সমাদৃত। কাজেই প্রথমবার বইমেলায় ইউক্রেনের প্যাভিলিয়ন পেয়ে কলকাতা খুবই খুশি।                  ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদকারীদের মৃত্যু

গত বছর ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। নয়াদিল্লির কম দামে রুশ তেল কেনা নিয়ে আপত্তি তুলেই এই পদক্ষেপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বহর অনেকটাই কমেছে। বাণিজ্য নিয়ে ঐক্যমতে পৌঁছোতে এখনও আলোচনা চালাচ্ছে ভারত এবং আমেরিকা। কিন্তু এখনও সম্ভব হয়নি সেই বাণিজ্যচুক্তি। ফলে দু’দেশের সম্পর্কে শৈত্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলা থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।                     মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার

প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরবর্তীকালে শুল্কবাণের জেরে দু’দেশের সম্পর্কে ভাঁটা পড়েছে। সেই আঁচ এসে পড়ল কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও। সাহিত্যের শ্রেষ্ঠ উৎসব থেকে এবার সড়ে দাঁড়াল আমেরিকা। তবে এই প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।  

মার্কিন কনসুলেটের কর্তাদের দাবি, বইমেলায় স্টল দেওয়ার জন্য আমেরিকা সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। কয়েক সপ্তাহ আগে মার্কিন কর্তারা এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “মার্কিন কনসুলেটের কর্তারা চিঠিতে জানিয়েছেন, বরাদ্দ না পাওয়ায় এবার আমেরিকা বইমেলায় অংশগ্রহণ করতে পারবে না।” আমেরিকার পাশাপাশি এবারও বইমেলায় নেই বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, “গিল্ড কোনও সরকারি সংস্থা নয়। আমরা বাংলাদেশের কর্তাদের স্টল দেওয়ার জন্য আবেদনপত্র পাঠাতে বলেছিলাম। কিন্তু তাঁরা তা পাঠাননি।” গিল্ডের অন্য এক আধিকারিকের কথায়, “বহু বছর ধরেই আমেরিকা বইমেলায় স্টল দিয়ে এসেছে। অনেক মানুষ সেখানে ভিড় জমাতো। ২০১১ সালে আমাদের থিম রাষ্ট্রও ছিল আমেরিকা।                 বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেবে না

আর তিন দিন পরে উদ্বোধন কলকাতা বইমেলার। যাঁরা বই ভালোবাসেন, তাঁদের অনেকেই বছরের এই সময়টা বই কেনার জন্য সারা বছর ধরে পয়সা জমান। এ বছর ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক হাজারের বেশি বইয়ের স্টল থাকতে চলেছে বলে আগেই জানিয়েছিল মেলার প্রধান আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। একই সঙ্গে গিল্ড জানিয়েছিল, ২০২৬–এর কলকাতা বইমেলায় থাকবে ২০টি দেশের প্যাভিলিয়ন।

Related News