তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে সুব্রতর। মা রিনা নস্কর আশা কর্মী। পরিবার যে খুব স্বচ্ছল এমনটা নয়। পূর্ব ভারতের এক নম্বর স্থানটা দখল করেছে তাঁদেরই ঘরের এক মাত্র ছেলেটা। খুশির হাওয়া গোটা পরিবারে।
ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের সুব্রত নস্কর ও রিনা নস্করের এক মাত্র সন্তান সায়ন নস্কর আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফর গভর্নমেন্ট-এ এবারে পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শৌচালয় নির্মাণ করে দিলেন “বিগ বি”
৬০০-র মধ্যে ৬০০ নম্বর পেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে শংসাপত্র নেন। ক্যানিংয়ে ট্যাংরাখালি আইটিআই কলেজ থেকে এবার এসে পরীক্ষা দেয়। বাবার তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট পানের দোকান, মা রিনা নস্কর একজন আশা কর্মী। তাঁদের একমাত্র সন্তান সায়ন নস্কর ছোটবেলা থেকে মেধাবী।
পরিবার জানায় ক্যানিং থানার তালদি মোহন চাঁদ স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ক্যানিং বঙ্কিম সরদার কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। এরপরে তিনি আইটিআই নিয়ে ট্যাংরাখালী আইটিআই গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করেন। তবে তাঁর এই কৃতিত্ব তাঁর বা মা ও কলেজের প্রিন্সিপাল-সহ শিক্ষকদের সঙ্গেও ভাগ করেছেন সায়ন।
ক্যানিংয়ে গ্রামের গরীব ছেলে ITI এ পূর্ব ভারতের মধ্যে প্রথম হয়ে প্রধানমন্ত্রী হাত থেকে শংসাপত্র পেয়েছে ১০০ কোটির টার্নওভার, চমকে দেওয়া সাফল্যের কাহিনি দুই বোনের