প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর। এই মুহূর্তে গুরুতর অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। এই হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতিতে। সেই আবহে আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ পরিদর্শনের মাঝেই তিনি সময় করে হাসপাতালে পৌঁছে খগেনের শারীরিক অবস্থার খোঁজ নেন। কথা বলেন সাংসদের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা: সুস্থ থাকতে অবশ্যই জানুন কি করণীয়
বিজেপি সাংসদের সঙ্গে দেখা করার পর, হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি ডায়াবেটিক। কানের নীচে লেগেছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আমি দেখা করে গেলাম। কথাও বলেছি। বলেছি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমার ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে।’
মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে তিনি খগেন মুর্মুর সঙ্গেও কথা বলেন, তাঁকে বলেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।'
সূত্রের খবর, খগেন মুর্মুর এক চোখে আঘাত গুরুতর। ব্যান্ডেজ করা হয়েছে। নাকেও আঘাত লেগেছে। মুখে পাত বসানো হতে পারে। দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে সূত্রের খবর। সারাক্ষণ দুর্বল লাগে ?
রবিবার বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুই নন, আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষও। বর্তমানে বিজেপি সাংসদ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের চোখের নীচের হাড় ভেঙেছে। প্রয়োজন অস্ত্রোপচারের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।