Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি ২৮ এপ্রিল থেকে শুরু

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চে এই বহুচর্চিত মামলার শুনানি চলবে। সোমবার মামলাকারীদের তরফে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে, বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করে।


প্রসঙ্গত,  এই মামলার সূত্রপাত ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগকে ঘিরে। ২০১৪ সালের টেট (TET) পরীক্ষার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় ২০১৬ সালে। তবে পরবর্তী সময়ে সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠে আসে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার নিয়োগকে 'বেআইনি' ঘোষণা করে চাকরি বাতিলের নির্দেশ দেন। তবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। পরে বিচারপতি সৌমেন সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন। ফলে মামলাটি বর্তমান ডিভিশন বেঞ্চের বিচারাধীন হয়।

পাথুরিয়া ঘাট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পুরোহিতের মৃত্যু

উলেখ্য,  গত বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়েছেন, মামলার বাকি সব পক্ষকে নোটিস পাঠাতে হবে এবং প্রত্যেক পক্ষকেই আদালতে হাজির হয়ে শুনানির দিন চূড়ান্ত করার জন্য আবেদন জানাতে হবে। সবদিক বিবেচনা করেই আগামী ২৮ এপ্রিল থেকে মামলার নিয়মিত শুনানি শুরু হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভবিষ্যৎ এবং প্রাথমিক শিক্ষার কাঠামো — উভয়ই এই রায়ের ওপর অনেকাংশে নির্ভর করছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ চাকরি
Related News