Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ইলিনয়ের ট্রিলা এলাকায় সিঙ্গল ইঞ্জিন বিমান ভেঙে পড়ে নিহত ৪

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আমেরিকার ইলিনয় প্রদেশের ট্রিলা এলাকায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। শনিবার একটি সিঙ্গল ইঞ্জিনের সেসনা C180G বিমান ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন।  


প্রসঙ্গত,  ইলিনয় স্টেট পুলিশের বিবৃতি অনুযায়ী, ছোট এই বিমানটি ট্রিলা কমিউনিটির কাছে একটি খোলা মাঠের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় বিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে রাস্তায় ও রাস্তার ধারে। ফলে ঐ এলাকায় যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয়।   আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমানটি ভেঙে পড়ার সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ তারে জড়িয়ে যায়। সেই তারেই ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং উদ্ধারকাজে সময় লাগে।  ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে দুর্ঘটনার খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,   "কোলস কাউন্টিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমার প্রশাসন বিষয়টির উপর নিবিড় নজর রাখছে। এই অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে যিনি প্রথম এই দুর্ঘটনার খবর প্রশাসনকে দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।" 

আবার বাড়ছে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহ

উলেখ্য,  ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। কেন বা কীভাবে বিমানটি বিদ্যুতের তারে আটকে পড়ল, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তাঁরা বিকট শব্দ শুনতে পান এবং বাইরে বেরিয়ে এসে ধোঁয়া ও আগুন দেখতে পান। প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এই দুর্ঘটনা ইলিনয়ের ট্রিলা এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। চারজন নিরীহ মানুষের জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তেই। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক দুর্ঘটনা
Related News